শান্তিনিকেতন এসে ‘অপা’ দেখার আবদার, বিরক্ত টোটো চালক, সাঁটলেন পোস্টার

নিজস্ব প্রতিবেদন : শিক্ষক দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর দেখা যায় শান্তিনিকেতনের বিভিন্ন এলাকায় তাদের নামে বেনামে রয়েছে সম্পত্তি। এই সকল সম্পত্তির মধ্যে উল্লেখযোগ্য হলো অপা বাড়িটি। যেটি নিয়ে সাধারণ মানুষদের মধ্যে চরম উৎসাহ এবং শান্তিনিকেতন ঘুরতে আসা পর্যটকদের মধ্যে এই বাড়িটি একবার ঘুরে দেখার ইচ্ছাও প্রবল।

টোটো চালকদের তরফ থেকে দাবি করা হচ্ছে, এখন শান্তিনিকেতনে আসা পর্যটকরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন নিদর্শন ঘুরে দেখার পাশাপাশি অপা, তিতলি, ইচ্ছে এই সকল বাড়িগুলিও ঘুরে দেখতে চাইছেন। এর সঙ্গে আবার নতুন সংযোজন হয়েছে অনুব্রত মণ্ডলের বাড়ি। তাদের এই আবদারে টোটো চালকরা এখন বাড়তি মুনাফার মুখ দেখলেও সুকেশ চক্রবর্তী নামে এক টোটো চালক রীতিমতো বিরক্ত হয়ে নিজের ফটোতে পোস্টার সাঁটিয়েছেন।

তিনি সেই পোস্টারে লিখেছেন, ‘আগে বোলপুর শান্তিনিকেতন বিখ্যাত ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য। এখন বোলপুর শান্তিনিকেতন বিখ্যাত ইতিহাস সৃষ্টি করার চোর ডাকাতদের বাড়ি দেখার জন্য’। এই পোস্টার নিয়েই তাকে শান্তিনিকেতনের বিভিন্ন জায়গা ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে।

তবে এই প্রথম নয়, এর আগেও এই টোটো চালক একবার এই ধরনের প্রতিবাদী মনোভাব নিয়ে টোটোতে পোস্টার সাঁটিয়েছিলেন। যখন পার্থ চট্টোপাধ্যায় সদ্য ইডির হাতে গ্রেপ্তার হন সেই সময় তাকে একইভাবে এই সকল প্রভাবশালী নেতাদের দুর্নীতি নিয়ে সাধারণ মানুষকে সজাগ করার জন্য পোস্টার সাঁটাতে দেখা গিয়েছিল।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে সুকেশ চক্রবর্তী জানিয়েছেন, “কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্যের জন্য আগে বোলপুর শান্তিনিকেতন বিখ্যাত ছিল। কিন্তু এখন এই সকল চোর ডাকাতদের জন্য বোলপুর শান্তিনিকেতন বিখ্যাত হয়েছে। বহু পর্যটক এসে এই সকল চোর ডাকাতদের বাড়িগুলি দেখতে চাইছেন।”