সুখবর, পাহাড় ঘোরায় ৫০ শতাংশ ছাড়, ঘুরে দেখা যাবে এই সকল জায়গা

আমাদের বন্ধুবান্ধব থেকে শুরু করে আত্মীয়স্বজনের মধ্যে এমন অনেকেই রয়েছেন যাঁরা পাহাড় ভীষণ ভালোবাসেন। সুযোগ পেলেই তারা পাহাড়ে যাবার জন্য প্রস্তুত। তবে ইচ্ছে থাকলেও টাকার অভাবে সব সময় উপায় হয় না। তবে পাহাড়প্রেমীদের জন্য সুখবর, বেঙ্গল হিমলয়ান কার্নিভ্যাল উপলক্ষে ৫০ শতাংশ ছাড়ে ঘুরতে পারবেন কয়েকটি জায়গা।

হিমালয়ান হসপিট্যালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক ও রাজ্য পর্যটন দফতরের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে বেঙ্গল হিমালয়ান কার্নিভ্যাল। যেটি ২৭ জানুয়ারি বিজনবাড়ি, ২৯ জানুয়ারি লাটাগুড়ি ও ৩০ জানুয়ারি চুইখিমে অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে। এর আগে গত দুইবছর দার্জিলিং, কালিম্পং ও গজলডোবায় এই কার্নিভ্যাল আয়োজন করা হয়েছিল।

কার্নিভ্যালের মূল লক্ষ্য হলো পাহাড় ও ডুয়ার্সে পর্যটনের সার্কিট গড়ে তোলা। যদিও গত কয়েক বছরে ইকো ট্যুরিজম ব্যাপক সাড়া পেয়েছে বলে জানা গেছে। আজ কাল অফবিট ডেস্টিনেশনগুলিতে প্রচুর পর্যটকেরা আসছেন। যেকারণে নতুন নতুন জায়গাগুলিতে কার্নিভ্যাল করে পর্যটকদের সামনে নিয়ে আসতে চাইছে সরকার।

এই কার্নিভালে দার্জিলিঙের বিজনবাড়িতে নতুন বেশকিছু এলাকা ঘুরিয়ে দেখানো হবে। জানা গিয়েছে, রাজ্যের পাশপাশি আন্তর্জাতিক স্তরের বহু পর্যটন সংগঠন এবারের বেঙ্গল হিমলয়ান কার্নিভ্যালে অংশগ্রহণ করছেন। উদ্যোক্তারা মেডিসিন প্ল্যান্ট নিয়েও একটি বিশেষ কর্মশালার আয়োজন করেছেন বলে জানা গিয়েছে।

না দেখা না জানা গ্রামীণ পর্যটনকে প্রচারের আলোয় নিয়ে আসার জন্য এবছর নতুন আঙ্গিকে বেঙ্গল হিমালয়ান কার্নিভ্যাল শুরু হতে চলেছে। পাহাড়ে ল্যান্ডরোভার র‍্যালি থেকে শুরু করে প্যারাগ্লাইডিং, ফরেস্ট ওয়াক সহ নানা আয়োজন থাকছে এবছর। জঙ্গলের মধ্যে দিয়ে রোমাঞ্চকর সাইকেল রেসের ব্যবস্থাও থাকবে। আগামী ২৭ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত হতে চলেছে এই বেঙ্গল হিমালয়ান কার্নিভ্যাল।