Traffic in China: মানুষ নয়, সব যেন পিঁপড়ে! চিনের ট্রাফিক জ্যাম দেখলে ঘুম উড়ে যাবে আপনার

চিন মানেই হলো মানুষের ভিড়, এখানে এক অদ্ভুত ছবি সামনে এসেছে। আসলে চিন মানেই যতসব অদ্ভুত কাণ্ডকারখানা। এখানকার অদ্ভুত সব খাওয়াদাওয়া, গুগল নেই, নেই ফেসবুক, নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করতে হয় এদেশে, কখনো আপনি দেখবেন বাড়ির দুয়োরের মধ্যে দিয়েও মেট্রো চলাফেরা করে, এমনকি জামাকাপড় পর্যন্ত ভিন্ন রকমের। আর এই অত্যাধুনিক চিনের রাস্তা ঘাটে ট্রাফিকের (Traffic in China) চলাচল দেখলে হাসি উড়ে যাবে যে কারো।

চিন (China) সব সময় সকলের কাছেই অবাক করা প্রতিচ্ছবি তুলে ধরেছে। সম্প্রতি চিনের হাইকু শহরের (Haikou City) একটি ট্রাফিকের (Traffic in China) ভিডিয়ো খুবই ভাইরাল হয়েছে। আপনি দেখতে পারবেন সেখানকর রাস্তায় স্কুটার (Scooter) ও সাইকেল এমন ভাবেই চলছে, যা দেখে আপনি অবাক না হয়ে থাকতে পারবেন না। সত্যি যেভাবে পিঁপড়ের দল এলোমেলো ভাবে চলাফেরা করে, সেই একইভাবে চলছে চিনের হাইকু শহরের স্কুটারগুলি।

ভিডিওটি ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে Art Craft Technology Videos নামক একটি পেজ থেকে। সেখানে থেকেই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। আপনি ভিডিয়োতে দেখতে পারবেন, রাস্তায় ক্রসিংয়ে চারচাকা গাড়িগুলি থামতেই বাইক ও স্কুটারগুলি চলতে শুরু করল। আর যেভাবে সেগুলি চলতে থাকল, দেখে মনে হচ্ছিল এখনই যেন স্কুটার ও বাইকগুলি একে অপরকে ধাক্কা মারবে। এমন ঘিঞ্জি ট্রাফিকের (Traffic in China) মধ্যে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা ছিল প্রকট কিন্তু তা শেষ পর্যন্ত হয়নি। সব থেকে বড় কথা হল, ওই দু-চাকা যানগুলিকে তাড়াতাড়ি রাস্তা পারাপারও করতে হত। কারণ, সেগুলি বেরিয়ে গেলেই পালা ছিল চারচাকা গাড়িগুলির। সত্যি এ দৃশ্য গোটা বিশ্বকে অবাক করে।

আপনিও না ভেবে পারবেন না যে এটা কিভাবে সম্ভব। কারণ এভাবে রাস্তায় যদি দু-চাকা গাড়ি চলাচল করে তাহলে দুর্ঘটনার আশঙ্কা থাকাটা খুবই স্বাভাবিক। কিন্তু আশ্চর্যের কথা হলো এলোমেলোভাবে এগিয়েও যেন গাড়িগুলিকে একে অপরকে স্পর্শ পর্যন্ত করতে পারেনি। আর এখানেই তো আসল খটকা লাগার বিষয়। তবে শুধু স্কুটার বা বাইকেই শেষ নয়, সেখানে ছিল আবার কিছু সাইকেলও। ঠিক ওইভাবেই রাস্তা পারাপার করছিল তারা।

ভিডিওটি কিন্তু ব্যাপক ভাইরাল হয়েছে গোটা সোশ্যাল মিডিয়াতে। প্রচুর মানুষ সেইসব ভিডিও দেখেছেন। কমেন্টও করেছেন বহু মানুষ। একজন লিখেছেন, যে স্কুটার গুলো রাস্তা পারাপার করছিল সবই আসলে ইলেকট্রনিক স্কুটার। আবার আরেকজন যোগ করে বলছেন, ভিডিওটি দেখার পর সত্যি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়তে হয়। তৃতীয় জন একটু মজা করেই বললেন, যখন যমরাজ ছুটিতে যান তখনই মানুষ এরকম ভাবে রাস্তা চলাচল করে।