৫ বছরের কম বয়সীদের ট্রেন সফরে টিকিটে নয়া নিয়ম, ঘোষণা রেলের

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন ৫০ লক্ষের বেশি মানুষ ট্রেনের উপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করেন। ভারতের মতো দেড়শো কোটির দেশে এই বিপুল সংখ্যক মানুষ ট্রেনের উপর নির্ভর করে প্রতিদিন যাতায়াত করার কারণে রেল পরিষেবাকে গণপরিবহনের লাইফ লাইন বলা হয়ে থাকে। এবার এই গণপরিবহনের লাইফ লাইনে পাঁচ বছরের কম বয়সী অর্থাৎ পাঁচ বছরের কম বয়সী শিশুদের টিকিটের ক্ষেত্রে নয়া নিয়ম জারি করা হল।

ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে, ট্রেনে দূরদূরান্তে সফর করার সময় অধিকাংশ পরিবারের সঙ্গে থাকে তাদের সন্তানরা। বহু ক্ষেত্রেই দেখা যায় এই সন্তানদের বয়স পাঁচ বছরের কম। দীর্ঘ সময় রেল যাত্রার ফলে যাত্রীদের যাতে অসুবিধা না হয় তার জন্য যাত্রীরা চাইলে ওই শিশুর জন্য আলাদা করে টিকিট অথবা বার্থ রিজার্ভেশন করতে পারবেন। এতে যাত্রাপথ আরও স্বাচ্ছন্দ্য হবে।

তবে এই ঘোষণার পর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার করা হয়, এবার থেকে পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্যও টিকিট বুকিং করতে হবে আর তাদের বিনামূল্যে সফর করা যাবে না। তবে ভারতীয় রেল এই সকল প্রচারকে ভ্রান্ত বলে জানিয়েছে। এমনকি এই সকল খবর নিয়ে ইতিমধ্যেই দেশজুড়ে বিভ্রান্তি তৈরি হয়েছে বলে দাবি করেছে ভারতীয় রেল।

ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে, শিশুদের টিকিট বুকিং করার ক্ষেত্রে নিয়মে কোন পরিবর্তন আনা হয়নি। কেবলমাত্র আলাদা করে টিকিট বুকিং করার সুবিধা যুক্ত করা হয়েছে। তবে কেউ যদি আলাদা করে টিকিট অথবা বার্থ বুক না করেন তাহলে আগের মতই বিনামূল্যে সফর করা যাবে।

ভারতীয় রেলের এই ঘোষণা অনুযায়ী, এখন থেকে কোন যাত্রী যদি তার পাঁচ বছর বয়সের কম বয়সী সন্তানের জন্য ট্রেনের টিকিট অথবা বার্থ বুক করতে চান তাহলে করতে পারবেন। সেক্ষেত্রে কেউ যদি টিকিট বুকিং করেন তাহলে সাধারণ যাত্রীদের মতোই ভাড়া দিতে হবে।