নিজস্ব প্রতিবেদন : ভারতে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তেই মার্চ মাসের ২২ তারিখ থেকে বন্ধ হয়ে যায় রেল পরিষেবা। এরপর এখনো পর্যন্ত পণ্যবাহী ট্রেন, শ্রমিক স্পেশাল ট্রেন এবং বিশেষ কিছু ট্রেন ছাড়া অন্য কোন ট্রেন লাইনে নামেনি। আর ১২ই আগস্ট পর্যন্ত তা চলবেও না। কারণ রেল মন্ত্রকের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পণ্যবাহী ট্রেন, শ্রমিক স্পেশাল ট্রেন এবং বিশেষ ট্রেন ছাড়া ১২ই আগস্ট পর্যন্ত দেশে রেল পরিষেবা বন্ধ থাকবে। তবে বর্তমান করোনা আবহে চাকা না গড়ালেও আগামী দিনের ট্রেনের কামরায় একাধিক বদল আনছে ভারতীয় রেল। আর সেই বদলানোর ছবি পোস্ট করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।
রেলের কামরায় এই একাধিক পরিবর্তন আনা হয়েছে করোনা পরবর্তী পরিস্থিতিতে যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে তার জন্য। যে কারণে নতুন নকশা বানানো হয়েছে রেলের তরফ থেকে। তামা দিয়ে মোড়া হচ্ছে ট্রেনের হাতল, ট্রেনের দরজা জানালার ছিটকা নিতে লাগানো হচ্ছে তামার প্রলেপ। রেলমন্ত্রী জানিয়েছেন প্লাজমা এয়ার পিউফিকেশন, টাইটেনিয়াম ডি-অক্সাইডের আস্তরণ দেওয়ার মতো ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে।
Future Ready Railway: Designed to fight Coronavirus, Railways creates 1st ‘Post COVID Coach’ with:
▪️Handsfree amenities
▪️Copper-coated handrails & latches
▪️Plasma air purification
▪️Titanium di-oxide coatingFor COVID-Free passenger journey!
Details: https://t.co/VAVDu6lDST pic.twitter.com/yWakrxt4s2
— Piyush Goyal (@PiyushGoyal) July 14, 2020
এছাড়াও করোনা পরবর্তী আবহের কথা মাথায় রেখে যে কোচগুলি তৈরি করা হচ্ছে সেগুলিতে ফুট অপারেটেড ওয়াটার ট্যাপ। অর্থাৎ হাত দেওয়ার প্রয়োজন নেই। পায়ের মাধ্যমে ট্যাপ করেই জল নেওয়া যাবে। এমনকি শৌচাগারের দরজা এবং ফ্ল্যাশ করার ক্ষেত্রেও হাত দেওয়ার প্রয়োজন হবে না। পা ব্যবহার করেই সবকিছু করা যাবে।
রেলের তরফ থেকে জানানো হয়েছে, তামার ব্যবহার এই কারণেই বাড়ানো হয়েছে যাতে ভাইরাস নাশ করা যায়। আর ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য হাতের পরিবর্তে পায়ের ব্যবহার বাড়ানো হচ্ছে।