পুরী ভ্রমণের সুবর্ণ সুযোগ, বিশেষ ট্রেন ভারতীয় রেলের, রইলো সূচি

নিজস্ব প্রতিবেদন : গ্রীষ্মের ছুটি হোক অথবা পূজোর ছুটি, অধিকাংশ বাঙালি বাড়ি থেকে বের হয়ে ঘুরতে চলে যান। এই সকল ভ্রমণপিপাসু বাঙ্গালীদের জন্য এবার সুখবর দিল ভারতীয় রেল। বিশেষ করে এই সুখবর সেই সময় দেওয়া হলো যখন রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি বাড়ানো হয়েছে এবং সামনেই যখন রয়েছে রথযাত্রা।

ভারতীয় রেলের তরফ থেকে ভ্রমণপিপাসু এইসকল বাঙ্গালীদের কথা মাথায় রেখে এমন একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করলো যাতে করে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ উভয় প্রান্তে বাসিন্দারা পুরী ভ্রমণের জন্য যেতে পারবেন। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকে এইভাবে একসূত্রে বেঁধে যাওয়ার ফলে পুরী ভ্রমণ করার কথা এই মুহূর্তে যারা ভাবছেন তারা বেশ উপকৃত হবেন।

ভারতীয় রেলের তরফ থেকে যে দুটি স্পেশাল ট্রেন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ থেকে পুরী যাওয়ার জন্য দেওয়া হয়েছে সেই দুটি ট্রেন হল ০৫৮৭০ রঙ্গপাড়া নর্থ-পুরী স্পেশাল ট্রেন এবং ০৫৮৬৯ পুরী-রঙ্গপাড়া নর্থ। এই দুটি ট্রেন যথাক্রমে চলবে ১৩ জুন থেকে ২৫ জুলাই এবং ১৫ জুন থেকে আগামী ২৭ জুলাই পর্যন্ত। চলুন দেখে নেওয়া যাক এই দুটি ট্রেনের সময়সূচী।

০৫৮৭০ রঙ্গপাড়া নর্থ-পুরী স্পেশাল ট্রেনটি প্রতি সোমবার ভোর পাঁচটায় রঙ্গপাড়া নর্থ থেকে ট্রেন ছাড়বে। ০৫৮৬৯ পুরী-রঙ্গপাড়া নর্থ ট্রেনটি প্রতি বুধবার ভোর পাঁচটায় পুরী থেকে ছাড়বে।

এই দুটি ট্রেন যাত্রাপথে যেসকল রেলস্টেশনে স্টপেজ দেবে সেগুলি হল নিউ মিসামারি, উদলগিরি, ত্যাংলা, রঙ্গিয়া, নিউ বঙ্গাইগাঁও, কোকরাঝোর, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, মাথাভাঙা, জলপাইগুড়ি রোড, নিউ জলপাইগুড়ি, কিষানগঞ্জ, মালদা টাউন, রামপুরহাট, বর্ধমান, ডানকুনি, খড়্গপুর, বালাসোর, ভদ্রক, জাজপুর কেওনঝড় রোড, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোড।