Non-EMV ATM থেকে তোলা যাবে না টাকা, বিজ্ঞপ্তি জারি করলো PNB

নিজস্ব প্রতিবেদন : EMV ATM কার্ড চালু করার পর এবার চালু হতে চলেছে নতুন নিয়ম। যে নিয়ম অনুযায়ী আর Non-EMV ATM থেকে টাকা তোলা যাবে না। এই নিয়ম বর্তমানে বেশিরভাগ ব্যাঙ্কের তরফ থেকে লাগু করা না হলেও আগামী ১লা ফেব্রুয়ারি থেকে এই নিয়ম চালু করতে চলেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক PNB।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে ১লা ফেব্রুয়ারি থেকে আর তাদের গ্রাহকরা Non-EMV ATM থেকে টাকা তুলতে পারবেন না। সেক্ষেত্রে তাদের ATM কার্ড EMV হলেও টাকা তোলা যাবে না। টাকা তোলার জন্য গ্রাহকদের ব্যবহার করতে হবে একমাত্র EMV ATM।

ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে এই পদক্ষেপ নেওয়া হয়েছে গ্রাহকদের সুরক্ষার জন্য। ATM কার্ড ক্লোন হয়ে যাওয়া থেকে গ্রাহকদের রক্ষা করার জন্যই এমন পদক্ষেপ। ব্যাঙ্কের তরফ থেকে দাবি করা হয়েছে নতুন এই পদক্ষেপের কারণে তাদের গ্রাহকরা আরও বেশি সুরক্ষিত থাকবেন।

EMV ATM কি?

ATM দুধরনের হয়ে থাকে। একটি হলো EMV এবং অন্যটি Non-EMV ATM। এখন সহজেই EMV ATM চেনার উপায় কি? সহজ ভাষায় এটাই বলা যায় যে যেসকল ATM কাউন্টারে কার্ড কিছুক্ষণ প্রবেশ করিয়ে রেখে টাকা তুলতে হয় সেগুলি হল EMV ATM। অন্যদিকে যেসকল ATM কাউন্টারে কার্ড স্ক্যাচ করার মাধ্যমে টাকা তুলতে হয় সেগুলি হল Non-EMV ATM।

EMV ATM-এ টাকা তোলার সময় কার্ড মেশিনে প্রবেশ করালে আপনি যতক্ষন ট্রানজেকশন করবেন ততক্ষণ আপনার কার্ড লক হয়ে থাকে।