বাদ যেতে পারেন ২ মন্ত্রী, নতুন কারা, রইলো তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকা

নিজস্ব প্রতিবেদন : সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো আগামীকাল অর্থাৎ শুক্রবারই পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করবে তৃণমূল। আর এবারের প্রার্থী তালিকায় একাধিক চমক থাকছে এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল। তবে চমক থাকার পাশাপাশি যে ধরনের নীতি নিয়ে তৃণমূল এবার প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে তাতে হেভিওয়েট বিধায়ক, এমনকি দুই মন্ত্রীর নামও বাদ পড়তে পারে তালিকা থেকে। পরিবর্তে একাধিক নতুন মুখের দেখা মিলতে পারে।

সম্ভাব্য বাদের তালিকা

কোভিড সুরক্ষার কথা মাথায় রেখে তৃণমূলের তরফ থেকে আগাম জানানো হয়েছে ৮০ বছর বয়সী বা তার বেশি বয়সী কাউকে এবারের ভোটে প্রার্থী করা হবে না। পাশাপাশি প্রার্থী করা হবে না অশীতিপর কাউকে। আর এই সিদ্ধান্ত যদি বহাল থাকে তাহলে প্রার্থী তালিকা থেকে বাদ পড়তে পারেন খোদ রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। এমনকি প্রার্থী তালিকা থেকে বাদ পড়তে পারেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ও। কানাঘুষা এটাও শোনা যাচ্ছে তিনি টিকিট পেলেও তার কেন্দ্র বদলও হতে পারে।

এছাড়াও অন্যান্য হেভিওয়েট বিধায়ক যাদের টিকিট পাওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা তারা হলেন ব্রজমোহন ব্যানার্জি, মালা সাহা, সোনালী গুহ, শঙ্কর সিং, পরেশ দত্ত, গৌরী শঙ্কর দত্ত, রবিরঞ্জন চট্টোপাধ্যায়, জটু লাহিড়ী সহ অন্যান্যরা।

প্রার্থী তালিকায় সম্ভাব্য নতুন মুখ

রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা মনে করছেন এবার একাধিক নতুন মুখকে প্রার্থী তালিকায় এনে দিতে পারে শাসক দল। আর তেমনটা হলে নতুন মুখের তালিকায় যাদের নাম উঠে আসছে তারা হলেন ঋতব্রত ব্যানার্জি, হুমায়ুন কবীর (প্রাক্তন IPS অফিসার), জীবন সাহা, অতীন ঘোষ, মানিক ভট্টাচার্য, শুভঙ্কর সিং, তাপস মন্ডল, অশোক রুদ্র, দেবরাজ রায়, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, জয়া দত্ত, তৃণাঙ্কুর ভট্টাচার্য, মনোজ তিওয়ারি (প্রাক্তন ক্রিকেটার), বীরবাহা হাঁসদা (আদিবাসী অভিনেত্রী), সুদীপ রাহা, অদিতি মুন্সি (সঙ্গীতশিল্পী)।

[aaroporuntag]
এ ছাড়াও একাধিক নাম রয়েছে যারা নতুন মুখ হিসেবে বিধানসভায় টিকিট পেতে পারেন। যাদের মধ্যে উল্লেখযোগ্য নাম হল রত্না চ্যাটার্জী (শোভন চ্যাটার্জীর প্রাক্তন স্ত্রী), বাবুন ব্যানার্জি (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই), অভিজিৎ সিংহ, বিকাশ রায় চৌধুরী, দেবাংশু ভট্টাচার্য সহ অন্যান্যরা। প্রার্থী তালিকায় টলিউডের একাধিক নামও ঠাঁই পেতে পারে।