গভীর রাতে এটিএম ভেঙ্গে টাকা লুটের চেষ্টা, এলাকায় চাঞ্চল্য

অমরনাথ দত্ত : গভীর রাতে এটিএম থেকে টাকা লুটের চেষ্টা দুষ্কৃতীদের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে শান্তিনিকেতন থানার কোপাই গ্রামের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে। আজ সকালে স্থানীয় বাসিন্দা এবং এটিএম কর্তৃপক্ষের নজরে বিষয়টি আসে।

এটিএমের উপরের অংশ সম্পূর্ণ রূপে ভেঙে ফেলেছে দুষ্কৃতীরা। এটিএম ঘরের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যন্ত্রাংশ। তবে দুষ্কৃতীরা এমন তাণ্ডব চালালেও টাকা নিয়ে যেতে পারেনি বলেই মনে করা হচ্ছে। কারণ যে ভল্টে টাকা থাকে, সেই ভল্ট তারা ভাঙতে পারেনি, রয়েছে অক্ষত।

ঘটনার খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ এবং ব্যাঙ্ক কর্তারা ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের তরফ থেকে এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

তবে এটিএম থেকে এই ধরনের চুরির চেষ্টায় চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র কোপাই এলাকায়। প্রসঙ্গত, এটিএম ভেঙে এমন চুরির ঘটনা এই প্রথম নয়। এর আগেও একবার এই এটিএমটি ভাঙার চেষ্টা করা হয়েছিল। আর সেই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুনরায় নতুন করে ঘটে যাওয়া এমন এটিএম থেকে টাকা লুটের চেষ্টায় সাধারণ মানুষরা এটিএমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন।