ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে আরও জোরালো ভূমিকম্পের পূর্বাভাস, দানা বাঁধছে আশঙ্কা

নিজস্ব প্রতিবেদন : দিন পাঁচেক আগেই ভয়ংকর ভূমিকম্পের সম্মুখীন হয়েছে তুরস্ক এবং সিরিয়া (Turkey Earthquake update)। পরপর তিনবার ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দুই দেশের সীমান্ত এলাকা। মৃত্যু সংখ্যা যা দাঁড়িয়েছে তাতে এই ভূমিকম্প এখন শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে মানুষদের উদ্ধার করার কাজ চলছে আর এই উদ্ধারকার্য যত এগিয়ে যাবে ততই প্রাণহানির সংখ্যা বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

তুরস্ক এবং সিরিয়া যখন এখনো পর্যন্ত এই ক্ষতে মলম লাগাতে পারেনি সেই সময় আবার নতুন করে একটি আশংকার পূর্বাভাস দিলেন গবেষকরা। গবেষকদের তরফ থেকে দাবি করা হয়েছে, দিন কয়েকের মধ্যেই নতুন করে জোরালো ভূমিকম্পে কেঁপে উঠবে তুরস্ক। এবারও ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে সাতের বেশি হতে পারে।

তুরস্কে নতুন করে ভূমিকম্পের আশঙ্কা নিয়ে এমন দুঃসংবাদ শুনিয়েছেন ভূবিজ্ঞানী ডোগান পেরিন্সেক। সম্প্রতি তিনি রাশিয়ার একটি সংবাদ মাধ্যম RIA News-কে দেওয়া সাক্ষাৎকারে এইরকমই আশঙ্কার দাবি করেছেন। তিনি জানিয়েছেন, দিন কয়েকের মধ্যেই প্রবল ভূমিকম্প দেখা যাবে পশ্চিম তুরস্কের কানাক্কালে। তিনি এমন ভবিষ্যদ্বানী করেছেন মারমারা সাগরে পর্যবেক্ষণের ভিত্তিতে।

এর পাশাপাশি ওই গবেষক এটাও জানিয়েছেন, প্রতি ২৫০ বছর অন্তর অন্তর কানাক্কালে ভূমিকম্পের সম্ভাবনা দেখা দেয়। শেষবার এই এলাকায় ভূমিকম্প হয়েছিল ২৮৭ বছর আগে। ফলে এখানে ভূমিকম্পের সময় চলে এসেছে বলে দাবি করেছেন তিনি। এই গবেষকের এমন ভবিষ্যৎবাণীর পরিপ্রেক্ষিতে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে তুরস্কে।

অন্যদিকে ভূবিজ্ঞানী ডোগান পেরিন্সেক নিজের দাবির পাশাপাশি একাধিক যুক্তি পেশ করেছেন। তিনি দাবি করেছেন গত ১০ দিন ধরে মারমারা সাগরের দিক থেকে কানাক্কালেতে ভূমিকম্পের ক্রিয়াকলাপ রেকর্ড করা হয়েছে। তিন বছর আগেই তিনি ভূমিকম্প হবে এমন পূর্বাভাস দিয়েছিলেন। এর পাশাপাশি তিনি জানিয়েছেন এখন থেকেই যদি ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে জীবনহানি কঠিন হয়ে যাবে।