ভারতে চালু হলো টুইটার ব্লু টিক, মিলবে এই পদ্ধতিতে, খরচ কত

নিজস্ব প্রতিবেদন : টুইটার (Twitter) নিজের হাতে নেওয়ার পর এলন মাস্ক (Elon Musk) একাধিক ঘোষণা করেন। সেই সকল ঘোষণার মধ্যে ছিল ব্লু টিক (Twitter Blue Tick)। জানানো হয়েছিল টাকার বিনিময়ে পাওয়া যাবে ব্লু টিক এবং যারা এই ব্লু টিক নিজেদের প্রোফাইলে রাখতে চান তাদের মাসে মাসে দিতে হবে নির্ধারিত সেই খরচ।

এই ঘোষণার পর অনেকেই মুখিয়ে ছিলেন তাদের প্রোফাইল ব্লু ভেরিফাইড করার জন্য। বিভিন্ন দেশে ইতিমধ্যেই সেই ফিচার চালু হলেও ভারতে তা চালু হতে সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছিল। অবশেষে টাকার বিনিময়ে এমন ব্লু টিক ফিচার ভারতীয় চালু হল। ভারতে এই ফিচার চালু হওয়ার সঙ্গে সঙ্গে এর খরচ এবং কিভাবে পাওয়া যাবে তা সংস্থার তরফ থেকে জানানো হলো।

টুইটার ব্লু সাবস্ক্রিপশন নেওয়ার জন্য ভারতীয়দের কত খরচ হবে তা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে এই ফিচার ভারতে চালু হওয়ার পর খরচ হিসাবে মাসে ৯০০ টাকা করে ব্যবহারকারীদের দিতে হবে বলে জানানো হয়েছে। ৯০০ টাকা খরচ করতে হবে Twitter Android এবং iOS ব্যবহারকারীদের। অন্যদিকে যারা ওয়েব ব্যবহারকারী তাদের প্রতি মাসে ৬৫০ টাকা করে দিতে হবে।

এর পাশাপাশি এই ধরনের সাবস্ক্রিপশন চালু করার সঙ্গে সঙ্গে মাসিক এবং বার্ষিক প্ল্যানের ঘোষণাও করা হয়েছে। মাসে মাসে যারা টাকা পেমেন্ট করবেন তাদের প্রতি মাসে ৯০০ টাকা করে দিতে হবে। তবে যদি কেউ বার্ষিক প্ল্যান বেছে নেন সেক্ষেত্রে তাকে দিতে হবে ৬৮০০ টাকা। এক্ষেত্রে ব্যবহারকারীরা বেশ কিছু অতিরিক্ত ফিচার পাবেন।

ব্লু টিক ছাড়াও পেইড সাবসস্ক্রিপশন ব্যবহারকারীরা পাবেন, এডিট টুইট বটম, 1080p ভিডিয়ো আপলোড, রিডার মোড। টুইট করার ৩০ মিনিটের মধ্যে ব্যবহারকারীরা তা পাঁচবার এডিট করার সুযোগ পাবেন। অন্যদিকে ইতিমধ্যেই যে সকল ব্যবহারকারীদের প্রোফাইলে ব্লু টিক রয়েছে তারা তাদের ব্লু টিক রাখার জন্য কয়েক মাস গ্রেস পিরিয়ড হিসাবে পাবেন। তারপর তাদেরও প্রতিমাসে টাকা দিতে হবে।

এই ধরনের ব্লু টিক পাওয়ার জন্য ব্যবহারকারীদের প্রথমেই তাদের অ্যাকাউন্টের সেটিংসে যেতে হবে। সেখানে Request Verification থাকা অপশনে ক্লিক করে আবেদন জানাতে হবে। সেখানে নতুন একটি পেজ খোলার পর পরবর্তী অপশনগুলি দেখে আবেদন জানাতে হবে। ব্লু টিক পাওয়ার জন্য দিতে হবে সরকারী (Government ID card), অফিস থেকে প্রাপ্ত একটি Email Address বা আপনার টুইটার অ্যাকাউন্ট ভেরিফাই করে এমন অফিসিয়াল ওয়েবসাইটের (Official Website) একটি লিঙ্ক দিতে হবে।