বন্দে ভারতের হাত ধরে খুলছে কপাল, এবার ট্রেন তৈরি হবে বাংলার এই কারখানায়

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল (Indian Railways) ভারতীয় নাগরিকদের কাছে গণপরিবহনের মেরুদন্ড। প্রতিদিন দেশের ৫০ লক্ষের বেশি মানুষ ট্রেনের ওপর নির্ভর করে যাতায়াত করেন আর এই নির্ভরতার দিকে তাকিয়ে ভারতীয় রেলের গুরুত্ব অপরিসীম। রেলের তরফ থেকেও এই পরিষেবাকে আধুনিক থেকে আধুনিকতর করার প্রচেষ্টা চালানো হচ্ছে।

পরিষেবাকে আধুনিক থেকে আধুনিকতর করার প্রচেষ্টা হিসাবে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পাশাপাশি এবার চালু হয়েছে বন্দে ভারত (Vande Bharat) এক্সপ্রেস। অত্যাধুনিক এই ট্রেনটি যে সকল রুটে চলাচল করা শুরু করেছে, সেই সকল রুটে নতুন দিগন্তের সূচনা হয়েছে। এরই মধ্যে এই ট্রেনের হাত ধরে এবার ভাগ্য খুলতে চলেছে বাংলার একটি ওয়াগান কারখানার।

বন্দে ভারত ট্রেন তৈরির বরাত পাওয়াই এমন ভাগ্য খুলতে চলেছে টিটাগড় ওয়াগন লিমিটেডের, ভারত হেভি ইলেকট্রিকালস লিমিটেড। কয়েক হাজার কোটি টাকার বরাত দেওয়া হয়েছে এবং সেই মতো খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে বলে জানা যাচ্ছে। বিরাট অংকের এই বরাত আসা ভাগ্য খুলে দিলো টিটাগড় ওয়াগন লিমিটেডের।

বন্দে ভারত তৈরির জন্য টিটাগড় ওয়াগন লিমিটেড ২৫ হাজার কোটি টাকা বরাত পেয়েছে। এই টাকার বিনিময়ে তাদের ৮০টি বন্দে ভারত এক্সপ্রেস তৈরি করে দিতে হবে। এর পাশাপাশি ওই সকল ট্রেনের ৩৫ বছর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়েছে তারা। এক উচ্চপদস্থ আধিকারিকের তরফ থেকে এই সকল তথ্য পাওয়া গিয়েছে।

টিটাগড় ওয়াগন লিমিটেডের ভাইস চেয়ারম্যান তথা এমডি উমেশ চৌধুরী পিটিআইকে জানিয়েছেন, “আমরা ৮০টি ট্রেন সেট তৈরি করতে পারব। এর জন্য ২৫০০০ কোটি টাকা খরচ হবে। এর সঙ্গে ৩৫ বছরের দেখভালের ব্যাপারটিও থাকছে। এই বরাতের মাধ্যমে টিটাগড় ওয়াগনের সম্পর্কে মানুষের যে ধারনা সেটা বদলে যাবে। আমরাও এবার আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিযোগিতায় নামার মতো শক্তি অর্জন করতে পারব। খুবই মর্যাদাপূর্ণ এই চুক্তি।”