দল বিরোধী কাজের জন্য বহিষ্কৃত হলেন দুই বিজেপি নেতা

হিমাদ্রি মন্ডল : বীরভূম জেলায় ভারতীয় জনতা পার্টির দল বিরোধী কাজের জন্য জেলার প্রাক্তণ সাধারণ সম্পাদক কালোসোনা মন্ডল ও প্রাক্তণ সম্পাদক পলাশ মিত্রকে বহিষ্কার করলো দল। মঙ্গলবার সিউড়িতে একটি সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানান বীরভূম জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল।

তিনি জানান, “প্রাক্তণ সাধারণ সম্পাদক কালোসোনা মন্ডল এবং প্রাক্তণ সম্পাদক পলাশ মিত্র বেশ কিছুদিন ধরেই দলবিরোধী অনেক কাজে লিপ্ত হয়েছিলেন। এই মর্মে বিভিন্ন জায়গায় অভিযোগ পেয়ে দলের আইনশৃঙ্খলা কমিটির কাছে তাদের বিষয়টি বিবেচনার জন্য পাঠানো হয়। এরপর তারা সমস্ত রকম তদন্ত করে এর সত্যতা পেয়ে রাজ্যকে বিষয়টি জানান। এই দু’জনকে যথাক্রমে কালোসোনা মন্ডলকে তিন বছরের জন্য ও পলাশ মিত্রকে চার বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হলো। এসময়কালে তারা দলের কোন কাজে নিযুক্ত থাকতে পারবেন না। যদি দলের কোন কাজে তারা নিজেদের নিযুক্ত করেন তাহলে দল আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।”

অন্যদিকে এই সিদ্ধান্তের প্রতিবাদে কালোসোনা মন্ডল জানান, “বীরভূম জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মন্ডল চাননা বিধানসভা ভোটে বিজেপি বীরভূমে ১১টি আসনেই জিতুক। উনি আসলে বিজেপিকে হারিয়ে তৃণমূলকে জেতাতে চান এবং তৃণমূলের থেকে মোটা অঙ্কের মুনাফা লুটতে চান। তৃণমূলকে সুবিধা করে দেওয়ার জন্যই তিনি এরকম আরও অনেক পদক্ষেপ নেবেন।”

আর এই ঘটনার পরে জেলায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের প্রশ্ন নিয়ে কালোসোনা মণ্ডল জানান, “বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আসলে এটি হলো বিজেপিকে ধ্বংস করার দ্বন্দ্ব। উনি বীরভূম জেলা থেকে বিজেপি কে শেষ করতে এসেছেন। এনারা একুশে বিজেপিকে আসতে দেবেন না।”