বিশ্বের দ্বিতীয় উচ্চতম লেকে বীরভূমের দুই বাইক রাইডার, লক্ষ্য স্বচ্ছ অভিযান

নিজস্ব প্রতিবেদন : স্বচ্ছতা অভিযানকে বিশ্ববাসীদের সামনে তুলে ধরতে বীরভূম থেকে সুদূর পাহাড়ে পাড়ি বীরভূমের দুই বাইক রাইডারের। স্বচ্ছতা বার্তা নিয়ে দেশের প্রধানমন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী সকলেই প্রতিনিয়ত দেশবাসীদের দিচ্ছেন নানান সচেতনতামূলক বার্তা, আর সাধারণ নাগরিক হিসাবে এই দুই বাইক রাইডারের উদ্দেশ্যকে স্বাগত জানিয়েছেন বিশিষ্টজনেরা। স্বচ্ছতা অভিযানের পাশাপাশি পৃথিবীজুড়ে বেড়ে চলা উষ্ণায়ণ রোধ, সেভ ড্রাইভ সেভ লাইফের মত সচেতনতামূলক বার্তাও রয়েছে তাদের এই রাইডিংয়ে।

সাঁইথিয়ার এফ.টি.আর.সি বাইক রাইডিং টিমের দুই সদস্য রাইডার সৌম্যনাথ মুখার্জী ও আবির মির্ধা এমনই সচেতনতামূলক বাইক রাইডে আজ বিশ্বের দ্বিতীয় উচ্চতম গুরুদংমার লেকে পৌঁছলেন। তাঁরা এই মুহুর্তে রয়েছেন ১৭,০০৪ ফুট (৫,১৮৩ মি) উচ্চতায়। এছাড়াও তাঁরা নেপাল, লাচং, টাইগার হিল সহ আরও বিভিন্ন জায়গায় রাইড করে তাঁদের রাইডের মূল উদেশ্য – স্বচ্ছতা অভিযান, সেফ ড্রাইভ সেভ লাইফ ও বিশ্ব উষ্ণায়ণ রোধ সম্পর্কে বার্তা পৌঁছে দিয়েছেন।

গত ১৯ তারিখ তাঁরা শহর সাঁইথিয়া থেকে রয়েল এন্ডফিল বাইকে যাত্রা শুরু করেন। এফ.টি.আর.সি সংস্থার পক্ষ থেকে চিন্টু রায় জানান, “সচেতনতামূলক রাইডে আমাদের দুই অন্যতম সদস্যদের কুর্ণিশ জানাই। শহরবাসীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। তাঁরা আগামী শনিবার আমাদের সাঁইথিয়া ফিরবেন।”