সাপের দু-দুটি মাথা, বিরল দৃশ্যের ভিডিও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়

নিজস্ব প্রতিবেদন : সাপ দেখলে এমনিতেই সাধারণ মানুষের থরহরিকম্প অবস্থা হয়। তারপর আবার হঠাৎ যদি চোখের সামনে দুটি মাথাওয়ালা সাপের দেখা মেলে তাহলে পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে তা অবশ্যই টের পাওয়া যাচ্ছে। দুটি মাথা রয়েছে এমন সাপের সচরাচর দেখা না মিললেও সম্প্রতি সোশ্যাল মিডিয়ার দৌলতে এমন বিরল দৃশ্যের দেখা মিললো। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঘুরতে দেখা গিয়েছে যাতে দেখা যাচ্ছে একটি সাপের একটি মাথার পরিবর্তে দু-দুটি মাথা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও থেকে জানা গিয়েছে এমন অদ্ভুত সাপের দেখা মিলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ করোলিনা প্রদেশে। জিয়েনিন উইলসন নামে এক বৃদ্ধা তার বাড়ির মধ্যে এই অদ্ভুত সাপটি দেখতে পান। হঠাৎ করে বাড়ির মধ্যে সাপ, তারপর আবার দুটি মাথাওয়ালা সাপ দেখতে পেয়ে ওই বৃদ্ধা ঘাবড়ে যান। তারপর তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেন। সঙ্গে সঙ্গে তিনি তার নাতিকে ফোন করে জানান এবং সে আসা পর্যন্ত সাপটি কোথায় যাচ্ছে তা খেয়াল রাখেন। এমনটাই তিনি জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ওয়েবসাইটকে।

এরপর ওই সাপটিকে উদ্ধার করে একটি জারের মধ্যে রাখা হয়। যদিও ওই বৃদ্ধা সাক্ষাৎকারে জানান ওই সাপটি বিষধর সাপ ছিল না। সাপটিকে উদ্ধার করার পর নিয়ে যাওয়া হয় কাটাওবা সায়েন্স সেন্টারে। সেখান থেকেই জানা যায় সাপটি বিষধর নয়। বর্তমানে এই সাপটিকে গবেষণার জন্য ওই কাটাওবা সায়েন্স সেন্টারে রাখা হয়েছে।

আর এইভাবে এমন অদ্ভুত ধরনের সাপ দেখার পর ওই বৃদ্ধা যেভাবে নিজের সাহস জুগিয়ে রেখেছিলেন এবং সাপটির কোনরকম ক্ষতি না করে তাকে সুরক্ষিতভাবে গবেষণাগারে পাঠানো হয় তার জন্য গবেষকরা এবং সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা ওই বৃদ্ধাকে কুর্নিশ জানিয়েছেন।