কাশি মানেই করোনা নয়, আলাদা ধরনের কাশির সাথে দুটি উপসর্গতে সাবধান

নিজস্ব প্রতিবেদন : কাশি শুনলেই ভয় পাচ্ছেন তাইতো? স্বাভাবিক করোনা ভাইরাস আমাদের মনের মধ্যে এমনই এক আতঙ্ককর পরিস্থিতির সৃষ্টি করেছে যে আশেপাশে কাউকে কাশতে শুনলেই ভয় হচ্ছে! না জানি তারও করোনা আছে কিনা!

করোনায় আক্রান্ত মানুষের দুটি মূল উপসর্গের মধ্যে একটিই যে কাশি! আশেপাশে মানুষকে কাশতে দেখলে ভয় তো হবেই। কিন্তু আপনি হয়তো জানেন না কাশি মানেই করোনা নয়, করোনা সংক্রমণের কাশি সাধারণ কাশির থেকে কিছুটা আলাদা।

চিকিৎসকরা মতে, “করোনা সংক্রমণের ফলে হওয়া কাশি এবং সাধারণ কাশি এক নয়। বরং কিছুটা আলাদা হয়।”

তাহলে করোনা সংক্রমিতের কাশি কীরকম?

করোনা সংক্রমণের ক্ষেত্রে কাশির বেগ খুব জোরে আসে এবং তা একটানা অনেকক্ষণ স্থায়ী হয়। করোনা সংক্রামিতদের এক ঘন্টা ধরে কাশি হওয়াও বিচিত্র নয়। এর সাথে থাকে জ্বর।

যদি কারোর একদিনে গায়ে বেশি জ্বর এবং একটানা কাশির সমস্যা দেখা দেয় তাহলে তৎক্ষণাৎ ডাক্তারের কাছে যাওয়া উচিত। কাশির সঙ্গে যদি কফ বের হয় তাহলে সেটি করোনার অন্যতম একটি লক্ষণ। এরকম উপসর্গ থাকলে তৎক্ষণাৎ ডাক্তারের কাছে যাওয়া উচিত।

তাহলে বোঝা যাচ্ছে যে করোনার ফলে হওয়া কাশির দুটি মূল উপসর্গ ১) অনেকক্ষণ ধরে স্থায়ী হয় কাশির সময় আর ২) কাশির সঙ্গে জ্বর হওয়া। কাশির সাথে কফ বের হ‌ওয়া।

তাই এই উপসর্গগুলি যদি দেখা যায় তাহলে আর দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। এছাড়া পশ্চিমবঙ্গ সরকারের করোনার জন্য খোলা হেল্পলাইন নম্বর ০৩৩-২৩৪১২৬০০, ১৮০০৩১৩৪৪৪২২২ দুটিতেও যোগাযোগ করতে পারেন। এছাড়াও যোগাযোগ করতে পারেন কেন্দ্র সরকারের সাথে ১০৭৫ নম্বরে।