মলগা সাপের এলাকা দখলের লড়াই, ভিডিও দেখে চোখ ছানাবড়া নেটিজেনদের

নিজস্ব প্রতিবেদন : দুই সাপের লড়াইয়ের কথা আগেকার দিনে মাঝে মাঝে শোনা যেত। এই ঘটনাকে কেউ কেউ বলেন লড়াই, কেউ আবার মিলন বলে থাকেন। এই নিয়ে সমাজের বিভিন্ন ধরনের মতামত রয়েছে। পাশাপাশি অনেকের বিশ্বাস এমন দুর্লভ ঘটনার চাক্ষুষ করা ভাগ্যের ব্যাপার। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে আরও একাধিক কুসংস্কারও জড়িয়ে রয়েছে।

তবে সর্প বিশেষজ্ঞরা মনে করেন, এই ঘটনা সম্পূর্ণ প্রাকৃতিক, কোন রকম কুসংস্কারের জায়গা নেই। আর বর্তমান স্মার্টফোন ও নেটদুনিয়ার দৌলতে হামেশাই এমন ভিডিও আমাদের সামনে আসছে। সম্প্রতি তেমনই একটি ভিডিও সামনে এসেছে যাতে দেখা যাচ্ছে দুটি মলগা সাপ এলাকা দখলের লড়াইয়ে মেতে উঠেছে।

সম্প্রতি দুই মলগা সাপের এলাকা দখলের লড়াইয়ে ভিডিওটি অস্ট্রেলিয়ান ওয়াইল্ডলাইফ কনজারভেন্সি নিজেদের ফেসবুক পেজে আপলোড করেছে। ভিডিওটি তুলেছেন অস্ট্রেলিয়ান ওয়াইল্ডলাইফ কনজারভেন্সির ইকোলজিস্ট টালি ময়েল। জানা গিয়েছে, এই ভিডিওটি স্কোশিয়া ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারির। ময়েলের কথা অনুযায়ী, এই সাপ দুটি নিজেদের মধ্যে লড়াইয়ে নেমেছে প্রাক বসন্তে নিজেদের সঙ্গিনীর অধিকার পাওয়ার জন্য। অর্থাৎ এলাকা দখল করে নিজেকে প্রতিষ্ঠা করা।

তিনি এটাও জানিয়েছেন, অস্ট্রেলিয়ার অন্যতম বৃহত্তম এই মলগা সাপ সংখ্যায় প্রচুর পরিমাণে দেখা যায়। পাশাপাশি তাদের সঙ্গিনীদের অভাব হওয়ার কথাও নয়। যে কারণে মলগা সাপের ক্ষেত্রে এমন ঘটনা বিরল। এই নিয়ে তিনি এমন ঘটনা মলগা সাপের ক্ষেত্রে দুবার দেখেছেন বলে জানিয়েছেন।