উদ্বেগ বাড়ছে বীরভূমে, করোনাই ২৪ ঘন্টায় মৃত ২

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : উদ্বেগ বাড়িয়ে প্রতিদিন দুই হাজারের বেশি সংখ্যক করোনা আক্রান্ত বাড়ছে রাজ্যে। তালে তাল মিলিয়ে কলকাতা এবং শহরতলি ছাড়াও জেলাগুলিতেও বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। অন্যান্য জেলার মত বীরভূমে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ করোনাই আক্রান্ত হচ্ছেন। গত তিন দিনের পরিসংখ্যান লক্ষ্য করলে দেখা যাবে বীরভূমে প্রতিদিন গড়ে ২৪ জন করে আক্রান্ত হয়েছেন। আর গত দুদিন আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃতের সংখ্যা বাড়েনি। তবে সোমবারের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় বীরভূমে করোনাই প্রাণ হারিয়েছেন আরও দুজন।

Advertisements

সোমবার রাজ্য স্বাস্থ্য ভবনের তরফ থেকে করোনা সংক্রান্ত যে রিপোর্ট পেশ করা হয় তাতে দেখা গিয়েছে গত ২৪ ঘন্টায় বীরভূমের নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২২ জন। যার পরে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৭৮। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন। জেলায় মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা দাঁড়াল ৩৫৮। আর গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ২ জন। এর পরেই উদ্বেগ বেড়েছে জেলায়, জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬। বর্তমানে বীরভূমে মোট অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ১১৪।

Advertisements

গত ২৪ ঘন্টায় যে ২২ জন করোনা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন এক চিকিৎসক। যাকে ঘিরে সোমবার সকাল থেকে লুকোচুরি খেলা শুরু হয়। একজন চিকিৎসক হয়ে করোনা আক্রান্ত হওয়ার পর হাসপাতালে যাওয়ার ভয়ে পালিয়ে যান, এনিয়েই উঠছে প্রশ্ন। প্রায় ৯ ঘন্টা নাটকীয় মুহূর্তের পর অবশেষে বীরভূম পুলিশের সহযোগিতায় ওই চিকিৎসককে হাসপাতালে পাঠানো সম্ভব হয়। জেলা প্রশাসনের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে গত কয়েক দিনে ওই চিকিৎসকের সংস্পর্শে কারা কারা এসেছিলেন।

Advertisements

অন্যদিকে রাজ্যের ক্ষেত্রে এদিন অবশ্যই সুখবর রয়েছে। কারণ রাজ্যে এদিন মোট আক্রান্তের সংখ্যার তুলনায় সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেশি। গত ২৪ ঘন্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ২১১২ জন। যার পরে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬০,৮৩০। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১৬৬ জন। রাজ্যে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা দাঁড়ালো ৩৯,৯১৭। গত ২৪ ঘন্টায় রাজ্যে প্রাণ হারিয়েছেন ৩৯ জন। মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ১৪১১ জন। বর্তমানে রাজ্যে মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১৯৫০২।

Advertisements