ধুতি পাঞ্জাবিতে বাঙালি সাজে গান গেয়ে মঞ্চ মাতালেন দুই পুলিশ অফিসার

লাল্টু : ওরা পুলিশ, ওদের গায়ে খাঁকি উর্দি, ওদের হাতে বন্দুক, আসামি ধরতে ওস্তাদ। আবার ওদের উপরই সমাজের বিভিন্ন স্তরের মানুষের নানান অভিযোগ। তা সত্ত্বেও তাঁরা নিজেদের কর্তব্যে অবিচল। তাইতো যখন সবাই পুজোর ছুটিতে ব্যস্ত তখন তারা নিজেদের পরিষেবা প্রদানে ব্যস্ত। আর এমনই দুই পুলিশ অফিসারকে আজ দেখা গেল একেবারে ধুতি পাঞ্জাবি খাঁটি বাঙালিয়ানায় গান গেয়ে মঞ্চ মাতাতে।

পশ্চিমবঙ্গের বিভিন্ন থানার উদ্যোগে আজ বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়েছিল থানায় থানায়। সেমত দুবরাজপুর থানাতেও ছিল বিজয়া সম্মেলনের অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে দুবরাজপুর থানার দুই পুলিশ অফিসার রাকেশ তামাং (এস.আই.) ও সানোয়ার হোসেন (এ.এস.আই) গান গেয়ে মন জয় করলেন অনুষ্ঠানে উপস্থিত সকলের।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা হঠাৎ করে এমন দুই পুলিশ অফিসারের সুমধুর কন্ঠে গান শুনে হতবাক। বন্দুক লাঠি ধরা ওই মানুষগুলোকে একে ওকে, আসামিদের জোড় গলায় ধমক দিতে সবাই দেখেছেন, কিন্তু তাঁরাও যে এভাবে গান গেয়ে মঞ্চ মাতিয়ে মন জয় করতে পারেন তাতেই বিস্মিত সকলে।

ইতিমধ্যেই দুবরাজপুর থানার ওই পুলিশ অফিসারের গাওয়া গান ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘুরে বেড়াচ্ছে অন্যান্যদের হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে।