সরকারের চোখে ধুলো দিয়ে স্বমহিমায় ভারতে প্রসিদ্ধ দুটি নিষিদ্ধ ওয়েবসাইট

নিজস্ব প্রতিবেদন : সমাজের উপর পরা কুপ্রভাব রুখতে ২০১৮ সালের অক্টোবর মাসে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক বন্ধ করে দেয় প্রায় ৮০০ টির বেশি নিষিদ্ধ ওয়েবসাইট। চিঠি দিয়ে সেই নির্দেশ দেওয়া হয় ভারতে টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে। কিন্তু তা কতটা বলবৎ হয়েছে তা নিয়ে প্রশ্ন সমাজের একাংশের। কারণ সেই সকল নিষিদ্ধ ওয়েবসাইটগুলি স্বমহিমায় নতুন রূপ নিয়ে আবার তাদের ব্যবসা শুরু করেছে ভারতবর্ষে।

কিভাবে সেইসব নিষিদ্ধ ওয়েবসাইটগুলি সরকারের চোখে ফাঁকি দিয়ে শুরু করেছে ব্যবসা তা দেখলে চমকে যাবেন আপনিও। সূত্র মারফত জানা গিয়েছে, এই সকল নিষিদ্ধ ওয়েবসাইট গুলির মধ্যে জনপ্রিয় দুটি ওয়েবসাইট রেডটিউব ও পর্নহাব আবার স্বমহিমায় ভারতীয়দের ফোনে ফোনে ঘুরছে।

সরকারের চোখে ধুলো দেওয়ার জন্য এই দুটি ওয়েবসাইট বদলে ফেলেছে তাদের আগের রূপ। pornhub.com এখন হয়ে গিয়েছে pornhub.org, আর রেডটিউব হয়ে গিয়েছে Redtube.net।

কিভাবে এরা সরকারের চোখে ফাঁকি দিচ্ছে দেখুন। সাধারণত .Org বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা তাদের ওয়েবসাইটের ক্ষেত্রে ব্যবহার করে থাকে। আর .Net ব্যবহার করে থাকে ইন্টারনেট, ইমেল পরিষেবা প্রদানকারী সংস্থারা। আর সেই সুযোগকে কাজে লাগাচ্ছে ওই সকল নিষিদ্ধ ওয়েবসাইটের উদ্যোক্তারা। যদিও ইতিমধ্যে জানা গিয়েছে এই দুটি ওয়েবসাইটের মধ্যে একটি ওয়েবসাইটকে আবার ব্লক করে দেওয়া হয়েছে।

তবে সরকারের নজর এড়িয়ে এইভাবে ভারতীয় বাজারে নিষিদ্ধ সাইটগুলি নিজেদের আধিপত্য বজায় রাখায় চিন্তিত সাইবার বিশেষজ্ঞরা। সাইবার সুরক্ষার কথা মাথায় রেখে তারা দাবি করেছেন এ বিষয়ে সরকারের কঠোর আইন আনা প্রয়োজন।