মন্দির নির্মাণের জন্য মাটি খুঁড়তেই বেরিয়ে মাথার খুলি, ঘটনায় উত্তেজনা এলাকায়

অমরনাথ দত্ত : ইংরেজ আমলের তৈরি একটি ভগ্নপ্রায় কালী মন্দির ভেঙে নতুন করে মন্দির করার জন্য বোলপুর থানার অন্তর্গত যদুপুর গ্রামের বাসিন্দারা কাজে লাগে। মন্দির নির্মাণের জন্য মাটি খোঁড়াখুঁড়ির পর মন্দিরের মাটি ও বেদী খুঁড়তেই বেরিয়ে আসে দুটি মাথার খুলি। যা ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।

ইংরেজ আমলের ওই কালীমন্দিরের পুজোর দায়িত্বে থাকা পরিবারের এক সদস্য লাল কুমার থান্ডার জানান, “আমাদের এই মন্দির নির্মাণের জন্য মিস্ত্রিরা কাজে লেগেছে। তারা বলে, জাগ্রত কালী মা সেজন্য তারা মায়ের বেদী নিজে হাতে ভাঙবে না। আমাকে ভাঙতে বলে। তারপর আমি বেদী ভাঙতেই দেখতে পাই দুটি মাথার খুলি।”

ঘটনার পর এলাকায় শুধু উত্তেজনা নয়, পাশাপাশি সমানভাবে ছড়িয়েছে আতঙ্ক, যা এলাকাবাসীর চোখে মুখে স্পষ্ট। তবে কি করে এই মাথার খুলিগুলি এখানে এলো তা নিয়ে কেউ স্পষ্টভাবে কিছুই বলতে পারেননি।

পুজোর দায়িত্বে থাকা পরিবারের সদস্যদের দাবি, “আমরা আমাদের জ্ঞান অবস্থা এমন ঘটনা কোনদিন দেখিনি। এই মন্দির শতাব্দী প্রাচীন। আমাদের পূর্বপুরুষদের কেউ তন্ত্রসাধনা বা তেমন কোনো ঘটনা ঘটিয়েছিল বলেও আমাদের জানা নেই।”

মন্দিরে ঠাকুরের বেদীর নিচ থেকে এইভাবে মাথার খুলি উদ্ধারে অনেকেই এই ঘটনার সাথে তন্ত্রসাধনার মতো যোগ খুঁজে পাচ্ছেন। আবার অনেকেই নানান কথা বলছেন। যদিও ঘটনার খবর পেয়ে বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া ওই মাথার খুলি দুটিকে নিয়ে আসে থানায়। পরবর্তীকালে এই ঘটনার তদন্ত করা হবে বলেও জানা গিয়েছে।