সঙ্গম না লড়াই, দুই সাপকে ঘিরে কৌতূহল, অবাক করা ভিডিও

লাল্টু : সাপ দেখলেই অধিকাংশ মানুষ থতমতো খেয়ে যান অর্থাৎ ঘাবড়ে যান। সরীসৃপ এই জীবটিকে অধিকাংশ মানুষই ভয় পান। ভয় পাওয়ার পিছনে অবশ্যই কারণ রয়েছে। কারণ এই সাপের এক ছোবলেই ছবি হতে পারেন যে কেউ। তবে সব সাপের ছোবলেই যে ছবি হবেন এমনটা নয়। কারণ সাপেদের অনেক ভাগ রয়েছে, কেউ তীব্র বিষধর, কেউ বিষধর, কেউ ক্ষীণ বিষধর, কেউ আবার নির্বিষ।

সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় সাপের নতুন নতুন ভিডিও ভাইরাল হতে দেখা যায়। এই সকল ভাইরাল হওয়া ভিডিওগুলি আলাদাভাবে নজর কাড়ে। ভাইরাল হওয়া ভিডিওগুলির মধ্যে বেশ কিছু ভিডিও আবার দেখা যায় সাপেদের লড়াইয়ের। সাপেদের এই লড়াই দেখাকে অনেকে ভাগ্যবান মনে করেন। আবার এই লড়াইকে অনেকে তাদের সঙ্গম বলেও মনে করেন। এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষদের মধ্যে বিভিন্ন ধরনের ধারণা রয়েছে।

সম্প্রতি এইরকমই একটি দুই সাপের লড়াই দেখা যায় বীরভূমের খয়রাশোল ব্লকের অন্তর্গত কৃষ্ণপুর গ্রামের মোড় সংলগ্ন এলাকায়। সেখানেই যে দুটি সাপের লড়াই লক্ষ্য করা যায় সেই দুটি সাপ হলো ঢ্যামনা সাপ। যদিও স্থানীয় বাসিন্দারা এই লড়াই দেখে নানান ধরনের মন্তব্য করেছেন। কেউ বলেছেন একটি সাপ ঢ্যামনা এবং একটি খরিস। তারা সঙ্গমে লিপ্ত হয়েছিল।

কিন্তু বিশেষজ্ঞদের থেকে জানা যাচ্ছে, বর্ষার মরসুমে এই ধরনের ঘটনা বিভিন্ন জায়গায় দেখা যায়। এই ঘটনা কোনরকম বিরল ঘটনা নয়। মূলত বর্ষাকালে এলাকা দখলকে কেন্দ্র করে লড়াইয়ে লিপ্ত হয় তারা। বিভিন্ন ঝোপঝাঁড় এলাকায় এই ধরনের ঘটনা নজরে আসতে পারে। তবে এর পিছনে কোন রকম অলৌকিক ঘটনা জড়িয়ে নেই।

এর পাশাপাশি তারা জানিয়েছেন, কখনোই এক প্রজাতির সাপের সঙ্গে অন্য প্রজাতির সাপের সঙ্গম হতে পারে না। পাশাপাশি এই যে সাপ দুটি দেখা গিয়েছে এই দুটি সাপ ঢ্যামনা সাপ। এই সাপ দুটি এলাকা দখলের জন্যই লড়াইয়ে নামে। এরকম দৃশ্য সম্পর্কে অনেকের ভ্রান্ত ধারণার ভিত্তিতে নানান কুসংস্কার ছড়ায়।