সঙ্গম নাকি লড়াই, দুই সাপের বিরল ভিডিও দেখে অবাক দর্শকরা

নিজস্ব প্রতিবেদন : সাপ নিয়ে সমাজে বিভিন্ন ধরনের তত্ত্ব রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে ভুল অনেক কিছু প্রচলিত হয়ে থাকার কারণে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। যেমন সাপে কামড়ালে হাসপাতালে না গিয়ে ওঝার কাছে যাওয়া, বিষধর নয় এমন সাপকে বিষধর সাপ ভেবে ফেলা ইত্যাদি। এই সকল বিষয় মারাত্মক ক্ষতি করে থাকে সমাজের। এমনকি এই সকল ক্ষেত্রে বহু মানুষের মৃত্যুর ঘটনাও ঘটে।

তবে তা হলেও সাপ এমন একটি প্রাণী যা যে কারোর সামনে এসে হাজির হলেই তাকে আতঙ্কিত হয়ে পড়তে দেখা যায়। আবার এই সাপেরই ভিডিও যখন সোশ্যাল মিডিয়ায় আপলোড হয় তখন সেগুলি দেখার জন্য মানুষের মধ্যে কৌতুহলের শেষ থাকে না। যে কারণে সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়া নানান সাপের ভিডিও নিমেষে ভাইরাল হয়।

সোশ্যাল মিডিয়ার যুগে বিভিন্ন জায়গায় মুহূর্তে মুহূর্তে ঘটে যাওয়া ঘটনা আপলোড হয়ে থাকে। ঠিক সেই রকমই বিভিন্ন সাপের ভিডিও আপলোড হয়ে থাকে। সম্প্রতি সেই রকমই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়েছে। যাতে দেখা যাচ্ছে একটি নয়, দু-দুটি সাপ। এই ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ার দর্শকরা ধন্ধে পড়েছেন, এটি লড়াই না সঙ্গম।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, বিষধর দুটি সাপ ফণা তুলে একে অপরের দিকে এগিয়ে আসছে। ঠিক যেমন নাগিন ডান্স হয়ে থাকে সেই রকমই ফনা তোলে তারা একে অপরের দিকে এগিয়ে আসে। আর এরপর তারা এঁকেবেঁকে কুণ্ডলী আকারে একে অপরের গায়ে জড়িয়ে পড়ে। এই ভিডিও দেখে অনেকেরই গা শিরশির করতে শুরু করেছে।

সোশ্যাল মিডিয়ার দর্শকদের অনেকেই এই ভিডিওটিকে বিরল ভিডিও বলে দাবি করেছেন। এর পাশাপাশি তাদের মত, এই ধরনের ভিডিও দেখা যায় না এবং তা ভাগ্যের বিষয়। যদিও সর্প বিশারদরা এমনটা মনে করেন না। তাদের দাবি, প্রজননের সময় এলাকা দখলকে কেন্দ্র করে এই ধরনের ঘটনা অনেক চোখে আসে।