Chaka Chak গানে চাকা চক নাচ দুই যুবতীর, ভিডিও ভাইরাল

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওগুলির মধ্যে কয়েকটি ভিডিও নেটিজেনদের বেশ নজর কাড়ে। আর একবার নেটিজেনদের মন জয় করে নেওয়া মানেই সেই ভিডিও ভাইরাল হতে আর বেশী সময় লাগে না। প্রায়শই আমরা সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাই না গান এবং বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হতে। এবার দুই যুবতীর একসাথে গাছের ভিডিও ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়। অল্প সময়ের মধ্যেই ওই দুই যুবতী ইন্দাস বেশ মন কেড়ে নিয়েছে নেটিজেনদের। নাচের ভঙ্গি মাথাকে নাচের স্টেপ প্রত্যেকটির বেশ প্রশংসিত হয়েছে সমাজ মাধ্যমে।

ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্ট থেকে ওই দুই যুবতী নাচের ভিডিও শেয়ার করা হয়েছে। nishanehanayak অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে ওই দুই যুবতী একেবারে বলি অভিনেত্রী সারা আলি খানের মতো একি ভঙ্গিমায় নেচে চলেছেন। ভিডিওটি খুব অল্পসময়ের মধ্যেই নেটিজেনদের মনে ধরেছে। তারপরই ঝড়ের গতিতে শেয়ার হয়েছে ভিডিওটি।

পূর্বেও এমন অনেক উদাহরণ দেখেছি যেখানে সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়েছে এমন বহু ব্যক্তি। বর্তমানে মানুষের বিনোদনের একমাত্র জায়গা হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। যে কারণে এই সোশ্যাল মিডিয়ায় একবার জায়গা করে নিতে পারলি একেবারে বাজিমাত রাতারাতি ভাইরাল হওয়ার সুযোগ পৌঁছে যায় তার কাছে। এবার নিজেদের নাচের মাধ্যমে এই দুই যুবতী চাকা চাক গানের সাথে নেচে একেবারে মন জয় করে নিলেন সোশ্যাল মিডিয়ায়।

Atrangi Re ছবিটি মুক্তি পেয়েছিল ২০২১ সালে। এই ছবিটি একটি জনপ্রিয় গান হল চাকা চাক। আন্টি বেশ জনপ্রিয়তা লাভ করেছে গত দু’বছর ধরে। শ্রেয়া ঘোষালের গাওয়া এবং এ আর রহমানের সুরে গানটি এক অন্য মাত্রায় লাভ করেছিল এবার সেই গানের সাথে নেচে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা লাভ করলেন এই দুই যুবতী।

হুবহু একেবারে সারা আলি খান এর মতন নাচ নেচে সকলের মন জয় করে নিয়েছেন এই দুই যুবতী ফলে সোশ্যাল মিডিয়ায় নিমেষের মধ্যে ছড়িয়ে পড়েছে এই ভিডিও।