আধার কার্ড নিয়ে কেন্দ্রের নয়া পরিকল্পনা, এই কাজ করতে হবে নাগরিকদের

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের কাছে ভোটার আইডি কার্ড, প্যান কার্ড সহ বিভিন্ন নথি গুরুত্বপূর্ণ। তবে এই সকল নথির মধ্যে আলাদা গুরুত্ব রয়েছে আধার কার্ডের। বর্তমানে আধার কার্ডের গুরুত্ব এতটাই বৃদ্ধি পেয়েছে যে ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করা থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা সব ক্ষেত্রেই আধার নম্বর আবশ্যিক।

আধারের গুরুত্ব যখন এতটাই বৃদ্ধি পেয়েছে সেই সময় এবার আধার নিয়ে নয়া পরিকল্পনা গ্রহণ করল কেন্দ্র। ১০ বছর অন্তর অন্তর নাগরিকদের আধার আপডেট করানো নিয়ে নতুন পরিকল্পনা গ্রহণ করছে কেন্দ্র। এই নিয়ে চিন্তাভাবনা চলছে বলেই জানা যাচ্ছে সূত্র মারফৎ। এর পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষকে ১০ বছর অন্তর অন্তর আধার আপডেট করার জন্য উৎসাহিত করবে।

কেন্দ্রের নতুন এই পরিকল্পনার খবর সম্পর্কে সরকারি সূত্র মারফত জানা যাচ্ছে। এমনিতে ঠিকানা পরিবর্তন সহ বিভিন্ন পরিবর্তনের ক্ষেত্রে আধার আপডেটের অপশন রয়েছে এবং বাচ্চাদের ক্ষেত্রে ৫ বছর ও ১০ বছর অন্তর আধার আপডেট করার নিয়ম রয়েছে।

সূত্রের উপর নির্ভর করে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, “UIDAI সাধারণ মানুষকে ১০ বছরে একবার তাঁদের আধার কার্ডের বায়োমেট্রিক্স, ডেমোগ্রাফিক্স ইত্যাদি আপডেট করতে উৎসাহিত করবে। প্রতি ১০ বছর অন্তর এই কাজে উৎসাহিত করা হবে সকলকে।” তবে একটি নির্দিষ্ট বছরের পর এই আপডেটের কাজ আর করতে হবে না। সেই নির্দিষ্ট বয়স ৭০ বছর করা হতে পারে।

UIDAI আধার কার্ড আপডেট করার জন্য অনলাইনে ব্যবস্থা নিয়ে এসেছে। আধার কার্ডের অধিকাংশ তথ্য আপডেট করার জন্য এখন আর এনরোলমেন্ট সেন্টার অথবা আধার সেবা কেন্দ্রে যাওয়ার প্রয়োজন হয় না। ssup.uidai.gov.in/ssup ওয়েবসাইট থেকেই অনেক কাজ করে নেওয়া যায় নিজেদের আধারের।