কিয়েভের ছাদে ছাদে লাল রংয়ের রহস্যময় চিহ্ন, কি বলছেন বিশেষজ্ঞরা

নিজস্ব প্রতিবেদন : গত বৃহস্পতিবার ভোর রাত থেকে ইউক্রেনে ঝাঁপিয়ে পড়েছে রুশ সেনা। এই হামলার পর থেকেই রাতদিন এক করে চলছে গোলাবর্ষণ। যতদিন এগিয়ে আসছে ততই গতি বাড়ছে যুদ্ধের। ইউক্রেনের অলিতে-গলিতে এখন ধ্বংসের ছবি। তবে এসবের পরেও ইউক্রেনের সরকার এবং বাসিন্দারা নিজেদের আত্মবিশ্বাসের জোরে রাশিয়ার সামনে নতি স্বীকার করেনি।

তবে এই পরিস্থিতিতে আবার ক্রমাগত নিত্যনতুন রাশিয়ার কৌশল সামনে আসছে। ইউক্রেন দাবি করেছে, ইতিমধ্যেই রাশিয়া পূর্ব ইউক্রেনে ভ্যাকুয়াম অস্ত্র ব্যবহার করেছে। এমন পরিস্থিতিতে আবার নতুন একটি সংযোজন, কিয়েভের বহু ছাদে লক্ষ্য করা যাচ্ছে রহস্যময় লাল রংয়ের ক্রস চিহ্ন। এই চিহ্ন নিয়ে রহস্য তৈরি হওয়ার পাশাপাশি এটিকে রাশিয়ার নতুন কৌশল বলে মনে করা হচ্ছে।

লাল রঙের এই ‘+’ চিহ্ন কিসের তা অনেকেই বুঝতে পারছেন না। তবে মনে করা হচ্ছে আকাশপথে হামলা চালানোর সময় ঐ সকল চিহ্ন দেখেই এগিয়ে যেতে পারে রাশিয়ার বহোমারু বিমান। এই চিহ্নের মাধ্যমে যাতে বাড়ি এবং বহুতলগুলিকে চিহ্নিত করা যায় তার জন্যই এমন চিহ্ন ব্যবহার করা হচ্ছে বলে মনে করা হচ্ছে।

ইতিমধ্যেই এই ধরনের বহু চিহ্নের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করা গিয়েছে। অনেকেই মনে করছেন এই সকল চিহ্ন রাশিয়ার গোপন কৌশল হতে পারে। এই সকল চিহ্নের ছবি ও ভিডিও দেখে ইতিমধ্যেই ইউক্রেন প্রশাসন দেশের বাসিন্দাদের সতর্ক করেছেন। তবে এটাও প্রশ্ন উঠছে, এই সকল চিহ্ন এলো কিভাবে?

এই সকল চিহ্নগুলিকে এরিয়াল ক্লু হিসাবে দেখা হচ্ছে। যে কারণে গিয়ে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, যেসকল ছাদে এমন ধরনের চিহ্ন লক্ষ্য করা গিয়েছে সে গুলি যেন দ্রুত ঢেকে দেওয়া হয়। সন্দেহ করা হচ্ছে এই সকল চিহ্ন দেখেই রাশিয়ার বোমারু বিমানগুলি টার্গেট করতে পারে। পাশাপাশি বলা হয়েছে বাড়ির সামনে সন্দেহজনক কোন ট্যাগ অথবা কারোর বসবাস লক্ষ্য করা গেলে প্রশাসনকে যেন খবর দেওয়া হয়।