বাঁচবেন তো! এই ভেবেই ২২ বছরের ভালোবাসাকে পূর্ণতা দিলেন ইউক্রেনীয় যুগল

নিজস্ব প্রতিবেদন : দেখতে দেখতে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ ১৩ দিন পার করলো। পরিস্থিতি এখন এমন ভয়ানক হয়ে উঠেছে যে, বাঁচার কোন নিশ্চয়তা নেই। কখন কোন দিক থেকে গোলাবারুদ ধাওয়া করে আসবে তা কেউই জানেন না। যেমনটা ইউক্রেনে ভারতীয় ডাক্তারি পড়ুয়ার ক্ষেত্রে হয়েছে। খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে মৃত্যু হয়েছে তার।

বাঁচবেন তো! এই প্রশ্ন এখন জীবনের সবচেয়ে বড় প্রশ্ন ইউক্রেনীয়দের কাছে। এই প্রশ্নের উত্তর তাদের কাছে না থাকলেও এক যুগল তাদের ২২ বছরের ভালোবাসাকে পূর্ণতা দিলেন সেনা ছাউনিতে। ২২ বছর ধরে তারা রয়েছেন একসঙ্গে এবং তাদের ১৮ বছরের একটি কন্যাসন্তান রয়েছে। তবে এই দীর্ঘ সময় একসঙ্গে কাটানোর পর যুদ্ধবিধ্বস্ত মুহূর্তে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন।

ইউক্রেনে এখন চলছে যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে আড়ম্বর করে তো আর বিয়ের আয়োজন করা যেতে পারে না। তাই তারা সেনা ছাউনিতে এই বিয়ে সারলেন। ইউক্রেনের রাজধানী কিয়েভের ডিফেন্স লাইনে তারা নিজেদের এই বিয়ে সেরেছেন। তাদের সেই বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতে ভাইরাল হয়।

এই বিয়ের পাত্রী লেসিয়া ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার সময়েই চাকরি ছেড়ে ছিলেন। চাকরি ছেড়ে তিনি নিজের দেশ এবং জেলাকে রক্ষা করার জন্য যোগ দিয়েছিলেন টেরতোরিয়াল ডিফেন্স ফোর্সে। সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর থেকেই তার প্রিয় সঙ্গীর সঙ্গে দেখা হয়নি তার। এর পরেই তিনি তার সঙ্গী ভ্যালেরির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন।

তাদের এই দুজনের বিয়ের মুহূর্তে সেনা ছাউনিতে লক্ষ্য করা যায় বেশ কয়েকদিন পর আনন্দের আসর। বিয়ের অনুষ্ঠানকে ঘিরে গান-বাজনার পাশাপাশি সাময়িক সময়ের জন্য যুদ্ধ ভুলে বাকিদেরও আনন্দে মাততে দেখা যায়। ওই সেনা ছাউনির বাকি জাওয়ানরা এই নব দম্পতিকে হাসিমুখে শুভেচ্ছা বার্তা দিয়েছেন।