Umbrella Girl সুদীপ্তা, কোনোভাবেই ছাড়বে না, ছুঁড়ে দিল এই চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদন : উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করার পর রাজ্যের বিভিন্ন জায়গায় ফেল করা পরীক্ষার্থীদের পাশ করানোর দাবিতে বিক্ষোভ দেখা যায়। তবে এই সকল বিক্ষোভের মধ্যে এবং বিক্ষোভরত পরীক্ষার্থীদের মধ্যে আলাদাভাবে নজর কাড়ে সুদীপ্তা। এই সুদীপ্তা যিনি নদীয়ার একজন দ্বাদশ শ্রেণীর পড়ুয়া।

সুদীপ্তা এই বছর ইংরেজিতে পাশ মার্ক তুলতে না পারার পর বিক্ষোভে শামিল হয়। বিক্ষোভে, তার সঙ্গে শামিল হয় একই স্কুলের অন্যান্য ফেল করা পরীক্ষার্থীরাও। তাদের প্রত্যেকের অভিযোগ, ইংরেজিতে তাদের ফেল করিয়ে দেওয়া হয়েছে। কারণ তারা রাষ্ট্রবিজ্ঞানে লেটার মার্চ পেয়েছে। এই বিক্ষোভ চলাকালীনই এক সাংবাদিকের করা প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুদীপ্তা বিশ্বাস Umbrella বানান বলে Ambrela। এরপর থেকেই আকাশছোঁয়ার ট্রোলের শিকার হয় সুদীপ্তা।

এই ঘটনার পর সুদীপ্তা প্রথমদিকে অন্তরালে থাকলেও সম্প্রতি সে ফের সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়ে উঠেছে। সুদীপ্তা প্রথম থেকেই সোশ্যাল মিডিয়ায় রিল ভিডিও তৈরি করে আলাদা জনপ্রিয়তা অর্জন করেছে। পরীক্ষায় ফেল করা এবং আমব্রেলা বানান ভুল বলার পরিপ্রেক্ষিতে তার এই রিল ভিডিও নিয়ে নানান প্রশ্ন তুলতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ার দর্শকদের। এই নিয়েই এবার সুদীপ্তা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে।

সুদীপ্তা বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তার ট্রোল ভিডিও নিয়ে যারা এই ধরনের ভিডিও তৈরি করেছেন তাদের এক হাত নেওয়ার পাশাপাশি সুদীপ্তা চ্যালেঞ্জ ছুঁড়ে জানায়, “অনেকে বলে আমি নাকি সবসময় রিল ভিডিয়ো করি। বিষয়টা তা নয়, আসলে আমি যখন কাজ সেরে নিই তখন অবসর কাটানোর জন্য আমি রিলস ভিডিয়ো বানাই। কারণ আমার ভালো লাগে। তোমাদের ট্রোলের জন্য নিশ্চই আমার ভালো লাগা বদলাতে পারব না।”

প্রসঙ্গত, এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় সুদীপ্তা ইংরেজিতে ফেল করার পর অভিযোগ করে, “সাতটি মেয়েকে ইংরেজিতে ফেল করানো হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানে লেটার পেয়েও তাঁরা। সেক্ষেত্রে ইংরেজিতে ফেল করার বিষয়টি কিছুতেই মানতে পারছেন না। আর সেই কারণেই পাশ করানোর দাবিতে তাঁদের প্রতিবাদ।”