মাথায় ভর দিয়ে দু’পায়ে ওয়াইড সিগন্যাল, বিলি বাউডেনকেও ছাপিয়ে গেলেন এই আম্পায়ার

নিজস্ব প্রতিবেদন : ক্রিকেট ময়দানে খেলোয়াড় ব্যাট ও বলে কারসাজি দেখান। সেই কারসাজি দেখতেই মাঠে অথবা পর্দায় চোখ রাখেন লক্ষ লক্ষ ক্রিকেটপ্রেমী। তবে এই সকল খেলোয়াড়রা ছাড়াও ক্রিকেট ময়দানে হাজির আম্পায়াররাও বিভিন্ন সময়ে যে সকল কারসাজি দেখিয়ে থাকেন তা ক্রিকেটপ্রেমীদের মনে গেঁথে যায়।

ক্রিকেট ময়দানে আম্পায়ার বিলি বাউডেনের চার ছক্কার ক্ষেত্রে সিগন্যাল দেখানোর ভঙ্গি আশা করি কোন ক্রিকেটপ্রেমী ভুলতে পারবেন না। ঠিক একইভাবে ক্রিকেটপ্রেমীদের মনে গেঁথে রয়েছে নেলসন স্কোরে ডেভিড শেফার্ডের একপায়ে ভর দিয়ে দাঁড়ানোর কথাও। তবে এসবকেও ছাপিয়ে গেলেন আর এক আম্পায়ার ডিএন রক।

এই আম্পায়ারের নয়া কান্ড লক্ষ্য করা গিয়েছে মহারাষ্ট্রের স্থানীয় ক্রিকেট টুর্নামেন্ট পুরন্দর প্রিমিয়র লিগে। তার এই কান্ড ক্রিকেট ময়দানে এক প্রকার নজিরবিহীন। ক্রিকেট ময়দানে তার এমন কাণ্ডকারখানার কয়েকটি ভিডিও দাবানলের মত ছড়িয়ে পড়েছে। এই আম্পায়ারের সিগন্যাল দেওয়ার ভঙ্গি দেখে রীতিমতো হাসি থামছেনা সোশ্যাল নাগরিকদের।

এমনকি এই ভিডিও এতটাই ছড়িয়ে পড়েছে এবং ওই আম্পায়ারের সিগন্যাল দেখানোর ভঙ্গি এতটাই অনন্য যে সেই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মাইকেল ভন। তিনি এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পাশাপাশি দাবি করেছেন, ‘এই আম্পায়ারকে আইসিসি এলিট প্যানেলের অন্তর্ভুক্ত করা উচিত।’

ভাইরাল হওয়া সেই সকল ভিডিওতে দেখা যাচ্ছে, বোলার একটি ওয়াইড বল করার পর সেই বল ওয়াইড হয়েছে তা দেখানোর জন্য ওই আম্পায়ার কার্যত শীর্ষাসনের ঢংয়ে মাঠে মাথায় ভর দিয়ে দুই পা উপরের দিকে তুলে দেন এবং তার পরে পা দু’টি দু’দিকে ছড়িয়ে দিয়ে ওয়াইড বলের সিগন্যাল দেন।

এর পাশাপাশি আরও একটি ভিডিও লক্ষ্য করা গিয়েছে যেখানে দেখা যাচ্ছে, ব্যাটসম্যান একটি বাউন্ডারি হাঁকিয়েছেন। সেই বাউন্ডারির সিগন্যাল দেখানোর জন্য তিনি মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নাচ শুরু করেছেন। তবে তিনি যেভাবে এই বাউন্ডারি সিগন্যাল দিয়েছেন তার বর্ণনা দেওয়া খুবই মুশকিল।