কোন বাড়তি খরচ ছাড়াই ৩ কিস্তিতে মেটানো যাবে টাকা, এলো নতুন কার্ড

নিজস্ব প্রতিবেদন : আমরা নিজেদের চাহিদা মেটানোর জন্য বহু ক্ষেত্রেই ক্রেডিট কার্ড (Credit Card) ব্যবহার করে থাকি। প্রথমে ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিসপত্র কিনে নিয়ে অথবা বিল পেমেন্ট করে পরে ক্রেডিট কার্ডের টাকা মিটিয়ে থাকি। কিন্তু এই ক্রেডিট কার্ডের বকেয়া টাকা ঠিক সময়ে শোধ করতে না পারলে ব্যাঙ্ক আপনার বকেয়া বকেয়ার উপর আরও বাড়তি টাকা ধার্য করে থাকে।

তবে এবার এই সকল সমস্যা থেকে মুক্তি দিতে বাজারে এসে গেল নতুন একটি কার্ড। এই কার্ডের মাধ্যমে আপনি আপনার এক মাসে খরচ করা বিলের টাকা তিন মাসে দিতে পারবেন। তিন মাসে আপনার এক মাসের বিলের টাকা দেওয়ার ক্ষেত্রে অর্থাৎ কিস্তিতে টাকা মেটানোর ক্ষেত্রে দিতে হবে না কোনরকম বাড়তি চার্জ। নতুন ধরনের এই কার্ডটি হলো UNI Pay 1/3rd বাই নাউ পে লেটার কার্ড।

এই কার্ডের মাধ্যমে কোনো রকম বাড়তি খরচ ছাড়াই বিল তিনবারে দেওয়ার যেমন সুযোগ রয়েছে ঠিক তেমনি যদি কোন ব্যক্তি একবারে এই টাকা দিয়ে দেন তাহলে তিনি আবার পাবেন বাড়তি সুবিধা। একবারে বিল মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে গ্রাহকদের ১ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে এই কার্ডের তরফ থেকে। সম্প্রতি এই কার্ড লঞ্চ হয়েছে আরবিএল ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অব মরিসাস এবং লিক্যুলোন্সের অংশীদারীতে ইউনিঅরবিট টেকনোলজির (Uniorbit Technologies (UNI) দ্বারা।

নতুন এই কার্ড ভিসা প্লাটফর্মের উপর তৈরি। অফলাইন অথবা অনলাইন যেকোনো ধরনের শপিং বা কেনাকাটার ক্ষেত্রে এর কার্যকারিতা নিয়ে কোনো সমস্যা নেই। যে সমস্ত সংস্থা ভিসা কার্ড গ্রহণ করে সেই সকল সংস্থা থেকেই গ্রাহকরা এই কার্ডের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন। কেনাকাটার পর আপনার বিলের টাকা আপনি কোনো রকম বাড়তি খরচ ছাড়াই তিন মাসে শোধ করতে পারবেন।

উদাহরণস্বরূপ, কোন গ্রাহক কোন সংস্থার থেকে ১৫ হাজার টাকার একটি জিনিস কিনলেন। এখন এই কার্ড ব্যবহার করে যদি ওই গ্রাহক বিল পেমেন্ট করে থাকেন তাহলে তিনি এই কার্ডের ১৫,০০০ টাকা মেটানোর জন্য তিন মাস সময় পাবেন। তাকে মাসে মাসে ৫,০০০ টাকা করে দিলেই হবে। আবার যদি ওই গ্রাহক প্রথম মাসেই একসঙ্গে সমস্ত টাকা মিটিয়ে দেন তাহলে তিনি এক শতাংশ ছাড় পাবেন।

বর্তমানে এই কার্ড পাওয়া যাচ্ছে লাইফটাইম ফ্রি হিসাবে। এই কার্ডের আবেদন করার জন্য সংস্থার অ্যাপ রয়েছে প্লে স্টোরে। তবে লাইফটাইম ফ্রি-র এই অফার চলছে তা পাওয়া যাবে আগামী ৩১ জানুয়ারি, ২০২২ পর্যন্ত। প্রতিষ্ঠাতা এবং সিইও নীতীন গুপ্তা জানিয়েছেন, “আগামী ৩১ জানুয়ারি, ২০২২-এর পর্যন্ত ইউনিআই অ্যাপ ডাউনলোডকারী গ্রাহকদের কাছে এই কার্ড ফ্রি, কিন্তু এরপর থেকে নতুন গ্রাহকদের জন্য এই কার্ড নিতে গেলে চার্জ দিতে হবে।”