বেসরকারি ব্যাঙ্ককে টেক্কা! ফিক্সড ডিপোজিটে ৭.৩০ শতাংশ সুদ দিচ্ছে এই সরকারি ব্যাঙ্ক

নিজস্ব প্রতিবেদন : দেশের অধিকাংশ মানুষ প্রতিদিনের খরচের পাশাপাশি ভবিষ্যতের জন্য সঞ্চয়ের কথা ভাবেন। সঞ্চয়ের কথা ভাবতে গিয়ে প্রথমেই তাদের মনে আসে ফিক্সড ডিপোজিটের কথা। কারণ খুব সহজ পদ্ধতিতে এই প্রকল্পে সঞ্চয় করায় বেশি সুদ পাওয়া যায়। আবার ফিক্সড ডিপোজিটে সুদের নিরিখে বেসরকারি ব্যাঙ্কগুলি সবসময়ই সরকারি ব্যংকগুলিকে টেক্কা দিয়ে থাকে। কিন্তু এবার একটি সরকারি ব্যাংক এমন সুদের পরিমাণ দেওয়ার ঘোষণা করেছে যা বহু বেসরকারি ব্যাঙ্ককে টেক্কা দেবে।

এমনিতেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে দেশের মুদ্রাস্ফীতিতে লাগাম টানার জন্য রেপো রেট বৃদ্ধি করার পর প্রায় প্রতিটি ব্যাংক ফিক্সড ডিপোজিটে সুদের পরিমাণ অনেক বৃদ্ধি করেছে। এমন এমন ব্যাংক রয়েছে যেগুলিতে বর্তমানে সুদের হার ৭% পার করেছে। সেই রকমই এবার এই সরকারি ব্যাংকটি ২৫ নভেম্বর থেকে ৭.৩ শতাংশ সুদ দিচ্ছে।

৭.৩% সুদ দেওয়ার ঘোষণা করা হয়েছে ইউনিয়ন ব্যাংকের তরফ থেকে। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২৫ নভেম্বর থেকে এই সুদের হার কার্যকর করেছে। ২ কোটি টাকার নিচে স্থায়ী আমানতের ক্ষেত্রে নতুন সুদের হার ঘোষণা করা হয়েছে এই ব্যাংকের তরফ থেকে। এই ঘোষণার ফলে স্বাভাবিকভাবেই এই ব্যাংকের গ্রাহকরা এখন অনেক বেশি সুদ পাবেন।

ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া তথ্য থেকে জানা যাচ্ছে, ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদের আমানতে ৩ শতাংশ থেকে ৬.৭০ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। আর ৮০০ দিনের মেয়াদের আমানতে এই ব্য়াঙ্ক সর্বোচ্চ ৭.৩০ শতাংশ পর্যন্ত দিচ্ছে সুদ। এই সকল সুদের হার দেওয়া হচ্ছে সাধারণ নাগরিকদের আমানতের ক্ষেত্রে।

অন্যদিকে যদি এই সকল একই ক্ষেত্রে প্রবীণ নাগরিকরা টাকা জমা করে রাখেন তাহলে তারা আরও ০.৫০ শতাংশ বেশি সুদ পাবেন। সেক্ষেত্রে প্রবীণ নাগরিকরা এই ব্যাংকে তাদের টাকা স্থায়ী আমানতে জমা রাখলে সর্বোচ্চ ৭.৮০ শতাংশ সুদ পাবেন।