বজ্রবিদ্যুৎ থেকে আবহাওয়ার পূর্বাভাস, এক নিমেষে পান সরকারি অ্যাপের মাধ্যমে

নিজস্ব প্রতিবেদন : কৃষিকাজ থেকে শুরু করে মানুষের জনজীবন, সব ক্ষেত্রেই আবহাওয়ার গুরুত্ব অপরিসীম। আর এই আবহাওয়ার পূর্বাভাস যদি আগে থেকেই পাওয়া যায় তাহলে তা মানুষের খুব উপকারে আসে। এযাবত আবহাওয়ার পূর্বাভাস পেতে বিভিন্ন সংবাদ মাধ্যম অথবা হাওয়া অফিসের পূর্বাভাসের দিকে তাকিয়ে থাকতে হতো সাধারণ মানুষদের। আর এই সমস্যা সমাধানের জন্য এবার ভারত সরকারের তরফ থেকে নিয়ে আসা হল একটি মোবাইল অ্যাপ। যে অ্যাপের মাধ্যমে এখন সাধারণ মানুষ আগে থেকেই পেয়ে যাবেন আবহাওয়ার পূর্বাভাস।

ভারত সরকারের তরফ থেকে এই অ্যাপ লঞ্চ করার মূল কারণ হলো, এর আগেও বিভিন্ন ধরনের অ্যাপ থাকলেও সেগুলিতে সঠিকভাবে আবহাওয়ার পূর্বাভাস প্রদর্শন করতে পারেনা। যে কারণে অনেক সময় দেখা গিয়েছে মানুষকে সমস্যায় পড়তে হয়। যে কারণেই নতুন এই অ্যাপটি কেন্দ্র সরকারের তরফ থেকে লঞ্চ করা হয়েছে। কেন্দ্র সরকারের স্বাস্থ্যমন্ত্রী তথা ভূমি ও বিজ্ঞান মন্ত্রী হর্ষ বর্ধন সোমবার এই অ্যাপটি লঞ্চ করেন। সদ্য লঞ্চ করা এই অ্যাপের মাধ্যমে অ্যাপ ব্যবহারকারীরা শহরভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস পেয়ে যাবেন এক নিমেষে।

ইন্টারন্যাশনাল ক্রপস রিসার্চ ইনস্টিটিউট ফর সেমি-আরিড ট্রপিকস (ICRISAT), ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটিওরোলজি (IITM) পুনে ও ইন্ডিয়ান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট (IMD)-এর যৌথ প্রচেষ্টায় বানানো এই অ্যাপটির নাম হল ‘মৌসম’ (Mausam)। এই অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট সময়ের পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট এলাকার আবহাওয়ার পরিস্থিতি, তাপমাত্রা, বাতাসে আর্দ্রতা, বাতাসের গতিবেগ ও দিক জানিয়ে দেওয়া হবে। আর আপাতত এই অ্যাপটি দেশের দু’শটি শহরের আবহাওয়ার পূর্বাভাস দেবে। দিনে ৮ বার নোটিফিকেশনের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে দেওয়া হবে।

এছাড়াও এই অ্যাপের মধ্যে একটি ফিচার রয়েছে যার নাম হল নাউকাস্ট, যে ফিচারের পরিপ্রেক্ষিতে ব্যবহারকারীরা তিন ঘন্টা আগে থেকেই নিজেদের এলাকায় দুর্যোগের পূর্বাভাস এবং সতর্কবার্তা পেয়ে যাবেন। দেশের ৮০০টি স্টেশন এবং জেলাগুলিতে এই পরিষেবা চালু হবে। এই অ্যাপ দেশের ৪৫০ টি শহরের পরবর্তী সাত দিনের আবহাওয়া পরিস্থিতি আগাম জানিয়ে দেবে। আবহাওয়ার পূর্বাভাস এবং সর্তকতা হিসাবে লাল, হলুদ এবং কমলা এই তিনটি রঙের মাধ্যমে সর্তকতা জানানো হবে।