বঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ! কোথায় কী অনুষ্ঠান, দেখে নিন সময় ধরে সূচী

নিজস্ব প্রতিবেদন : ১৪ এপ্রিল শুক্রবার বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)। একগুচ্ছ কর্মসূচি নিয়ে তিনি তীব্রপ্রবাহের (Heatwave) মধ্যেই বাংলার আনাচে-কানাচে ঘুরে বেড়াবেন। শুক্রবার দিল্লি থেকে সরাসরি বাংলার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। বঙ্গ সফরে অমিত শাহ কি কি কর্মসূচি নিয়ে আসছেন এবং ঠিক কোন সময় সে সকল কর্মসূচির জন্য অনুষ্ঠান মঞ্চে পৌঁছাবেন তা জানা গিয়েছে।

দিল্লি থেকে দুর্গাপুর বিমানবন্দরে অমিত শাহ এসে পৌঁছাবেন ঠিক দুপুর ১২:৪০ মিনিটে।

সেখান থেকে রওনা দেওয়ার পর ১:০৫ মিনিটে পৌঁছাবেন সিউড়ি চাঁদমারি মাঠে তৈরি করা অস্থায়ী হেলিপ্যাডে।

দুপুর ১:১৫ টার সময় তিনি পৌঁছাবেন সার্কিট হাউসের কাছে ডঃ বি আর আম্বেদকরকে শ্রদ্ধা জানাতে।

দুপুর ২:৪০ মিনিটে অমিত শাহ পৌঁছাবেন সিউড়ি বেনীমাধব ইনস্টিটিউশন স্কুল ময়দানে। সেখানেই রয়েছে তার জনসভা।

দুপুর ৩:৫০ মিনিটে তিনি পৌঁছবেন ১৪ নং জাতীয় সড়কের পাশে থাকা বিবেকানন্দপল্লীর বিজেপি কার্যালয়ে। সেখানে বীরভূম জেলা কার্যালয়ের উদ্বোধন হবে এবং সাংগঠনিক বৈঠক হবে।

বিকাল ৪:৫০ মিনিটে তিনি পুনরায় এসে পৌঁছাবেন সিউড়ির অস্থায়ী হেলিপ্যাডে এবং সেখান থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন।

৫:৫৫ মিনিটে তিনি এসে পৌঁছাবেন কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে।

সেখান থেকে সন্ধ্যা ৬:২০ মিনিটে তিনি পৌঁছে যাবেন দক্ষিণেশ্বর কালী মন্দিরে। সন্ধ্যা সাতটার সময় দক্ষিণেশ্বর কালী মন্দির থেকে তিনি বের হবেন এবং পৌঁছাবেন ওয়েস্টিন হোটেল, যেখানে হবে বিজেপির সাংগঠনিক বৈঠক। এরপর রাতে কলকাতায় থাকবেন অমিত শাহ। পহেলা বৈশাখেও বাংলায় থাকবেন অমিত শাহ। শনিবার সাড়ে ১১টা নাগাদ বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন।