বাংলায় অমিত শাহের NRC বৈঠকে অনুমতি রাজ্যের! তুঙ্গে জল্পনা

নিজস্ব প্রতিবেদন : এনআরসি আতঙ্কে তপ্ত গোটা বাংলা। বাংলার বাসিন্দারা ইতিমধ্যেই এই আতঙ্কে ভিড় জমাতে শুরু করেছেন নিজেদের ডকুমেন্ট সংশোধন করতে পোস্ট অফিস থেকে ব্যাঙ্ক, জমির বিভিন্ন কাগজপত্র সংগ্রহ করতে লাইন দিচ্ছেন অফিসের সামনে। শুধু কি তাই, এনআরসি আতঙ্কে বেড়েছে আত্মহত্যার প্রবণতাও, মৃত্যু খবর আসছে বিভিন্ন এলাকা থেকে। আর ঠিক সেসময়ই বাংলা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আগামী পয়লা অক্টোবর অমিত শাহ পা রাখতে চলেছেন পশ্চিমবঙ্গে। সেদিন তিনি নেতাজি ইনডোর স্টেডিয়ামে একটি বৈঠক করবেন। যে বৈঠকের প্রাসঙ্গিক বিষয়বস্তু হল এনআরসি এবং সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল। আর কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের এই বৈঠকের ইতিমধ্যেই অনুমতি দিয়েছে রাজ্য সরকার।

বিজেপি সূত্রে জানা গিয়েছে আগামী ১লা অক্টোবর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপির বঙ্গ নেতৃত্বের সাথে বৈঠক করবেন তিনি। বাংলায় এনআরসি নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারেন তিনি। পাশাপাশি এই বৈঠকে উঠে আসতে পারে সিটিজেনশিপ আমেন্ডমেন্ট বিলও। দলীয় নেতাদের জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার প্রসঙ্গ তুলে বাংলায় এনআরসি চালুর বিষয়ে বার্তা দিতে পারেন তিনি। বৈঠক শেষে সেদিনই বেশ কয়েকটি পুজো মণ্ডপের উদ্বোধনের কথা রয়েছে তার, যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগেই সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহের রাজ্যের বিভিন্ন সভার অনুমতি নিয়ে তপ্ত হয়ে ওঠে বাংলার রাজনীতি। লোকসভা নির্বাচনের আগে বাংলার মাটিতে অমিত শাহের হেলিকপ্টার নামতে পর্যন্ত দেওয়া হয়নি বলে অভিযোগ বিজেপির। আর যখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন, ঠিক সেসময়ই এনআরসি সংক্রান্ত অমিত শাহের বৈঠকে অনুমতি রাজ্য সরকারের। জল্পনা এখানেই।

এছাড়াও বেশ কয়েকদিন আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বৈঠক করেন। বৈঠকের পর কলকাতায় ফিরে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন এনআরসি নিয়ে কোনোরকম আলোচনা হয়নি। কিন্তু সেই বৈঠকের পরই অমিত শাহের কলকাতায় এনআরসি সংক্রান্ত বৈঠকের অনুমতি নিয়ে রাজনৈতিক মহলে উঠতে শুরু করেছে নানান প্রশ্ন।