বিদেশ থেকে টাকা আসে, নয়া নিয়ম জারি করল কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন : কালোবাজারি নিয়ে ভারতীয় অর্থনৈতিক বাজারে দীর্ঘদিন ধরে নানান অভিযোগ রয়েছে। এই সকল অভিযোগের পরিপ্রেক্ষিতে যাতে কালোবাজারি ঠেকানো যায় তার জন্য কেন্দ্র সরকার নানান ভাবে নজরদারি চালায়। এই নজরদারি চলে বিশেষ করে বিদেশ থেকে কোন অ্যাকাউন্টে টাকা আসছে কিনা তার পরিপ্রেক্ষিতে। এবার এক্ষেত্রে নিয়মে বদল আনল কেন্দ্র।

বিদেশ থেকে যাদের অ্যাকাউন্টে টাকা আসে তাদের জন্য নতুন নিয়ম অনুসারে আগের তুলনায় সুবিধা প্রদান করা হচ্ছে। কেন্দ্র সরকারের নতুন ঘোষণা এবার ওই সকল অ্যাকাউন্টধারীরা সরকারকে না জানিয়ে আগের তুলনায় দশগুণ টাকা নিজেদের অ্যাকাউন্টে আনতে পারবেন। অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে এই নিয়মে অনেকটাই শিথিলতা আনা হয়েছে এবং এর ফলে উপকৃত হবেন অনেকেই।

স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, ‘ফরেন কন্ট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্ট’-এ প্রয়োজনীয় সংশোধন করা হয়েছে। এর জেরে বিদেশে বসবাসকারীরা প্রয়োজন মতো দেশে বসবাসকারী আত্মীয়দের বছরে ১০ লক্ষ টাকা অবধি পাঠানো যাবে। এই লেনদেনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও জানাতে হবে না। আগে বিদেশ থেকে পাঠানো অর্থের ঊর্ধ্বসীমা ছিল ১ লক্ষ টাকা।

নিয়মে এই শিথিলতা আনার কারণে বর্তমানে যারা বিদেশে কর্মসূত্রে হোক অথবা অন্য কোন কারণে বসবাস করছেন, তারা তাদের দেশে বসবাসকারী আত্মীয়দের ১০ লক্ষ টাকা পর্যন্ত পাঠাতে পারবেন। এর চেয়ে বেশি অর্থ পাঠাতে চাইলে তখন সেই পাঠানো টাকা সম্পর্কে জানাতে হবে প্রশাসনকে। প্রশাসনকে জানানোর ক্ষেত্রেও নিয়মে পরিবর্তন আনা হয়েছে।

আগে এক লক্ষ টাকার বেশি পাঠানোর পর ৩০ দিনের মধ্যে প্রশাসনকে তা জানাতে হতো। এখন ১০ লক্ষ টাকার বেশি পাঠালে তা জানাতে হবে প্রশাসনকে। জানানোর ক্ষেত্রে এখন ৩০ দিনের জায়গায় সময় পাওয়া যাবে ৯০ দিন। এই টাকা কি কারণে আনা হয়েছে এবং উৎস সম্পর্কে জানাতে হবে।