বাইক সুরক্ষিত, শুধু চুরি গেল চাকা! হতবাক বাইকের মালিক

লাল্টু : এক অদ্ভূত চুরির ঘটনা ঘটলো বীরভূমের দুবরাজপুরের রসুলপুরে। যার চুরি হল সে নিজেই বুঝে উঠতে পাচ্ছেন না এটা চুরি নাকি, হাতে না মেরে ভাতে মারার ধান্দা। চুরি হল বীরভূমের দুবরাজপুরের রসুলপুরের বাসিন্দা শেখ শাহজাহানের বাইকের সামনের ও পিছনের চাকা, যে চাকা দুটি ছাড়া বাইক অকেজো।

শেখ শাহজাহান পেশায় একজন সবজি বিক্রেতা। দুবরাজপুরের রসুলপুর গ্রাম থেকে প্রতিদিন দুবরাজপুর বাজারে সবজি বিক্রি করতে আসেন ওই বাইকে করেই, বাইকে করেই তাঁর জমির সবজি বাজারে নিয়ে আসেন। কিন্তু আজ সকালে ঘুম থেকে উঠে দেখেন বাইক দাঁড়িয়ে রয়েছে নিজের জায়গাতেই, কিন্তু বাইকের দুটি চাকা নেই। বুঝতে পারেন চোরে বাইকের চাকা দুটি চুরি করে নিয়ে গিয়েছে। এই ধরনের অদ্ভুত চুরি দেখে প্রথমে তার মাথা ঘুরে যায়। পরে সমস্ত ঘটনা বুঝে দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি একটাই দুটি চাকার ব্যবস্থা করে দেওয়া, যাতে করে প্রতিদিনের মতো আগামীকাল বাইক নিয়ে সবজি বিক্রি করতে বাজারে আসতে পারেন।

তবে যাইহোক যিনি চুরি করেছেন তিনি বাইক চোর নন, এটা সত্যি! তার কারণ যার যতটুকু দরকার সে ততটুকুই নিয়ে গিয়েছে। যার চাকা দরকার ছিল সে শুধু চাকা দুটোই নিয়ে গিয়েছে!