আগস্টে জারি হচ্ছে আনলক-৩, রইলো বিধি-নিষেধের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদন : দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর মার্চ মাস থেকে জারি হয় লকডাউন। এরপর জুন মাস থেকে শুরু হয় আনলকের পালা। ধীরে ধীরে আনলকের দুটি পর্যায় পেরিয়ে আগস্টে দেশ পা রাখতে চলেছে আনলকের তৃতীয় পর্যায়ে, আনলক-৩ তে। আর এই পর্যায়ে খুলে দেওয়া হচ্ছে আরো বেশ কিছু ক্ষেত্রের দরজা। তবে বিধি-নিষেধ থাকছে দেশের আরও একাধিক ক্ষেত্রেও। চলুন দেখে নেওয়া যাক আনলক-৩ পর্যায়ে কেন্দ্র সরকারের তরফ থেকে কি কি বিধিনিষেধ জারি করা হয়েছে।

১) আনলক-৩ তে তুলে দেওয়া হচ্ছে নাইট কারফিউ। অর্থাৎ রাতে (রাত ১০টা থেকে ভোর ৫টা) চলাফেরার ক্ষেত্রে আর কোনো বিধি-নিষেধ থাকছে না।

২) আগস্ট মাসের ৫ তারিখ থেকে খুলে দেওয়া হবে যোগা কেন্দ্রগুলি এবং জিম সেন্টারগুলি। তবে এগুলির ক্ষেত্রে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে দেওয়া বিধি-নিষেধ মেনে চলতে হবে।

৩) স্বাধীনতা দিবস পালনের ক্ষেত্রে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

৪) আগস্ট মাসের ৩১ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে স্কুল কলেজ কোচিং সেন্টার সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্র।

৫) আন্তর্জাতিক বিমান পরিসেবার ক্ষেত্রে বন্দে ভারত মিশনের আওতায় নির্দিষ্ট ক্ষেত্রে পরিচালনা করা হবে।

৬) মেট্রো, সিনেমা হল, সুইমিংপুল, বিনোদন পার্ক, থিয়েটার, পানশালা, অডিটোরিয়াম, অ্যাসেম্বলি হলে বিধিনিষিধ থাকছে। সেগুলি ছাড়া বাকি সব ক্ষেত্রের গতিবিধিতে ছাড় যাওয়া হয়েছে। তবে তা কনটেনমেন্ট জোনের বাইরেই।

৭) সামাজিক রাজনৈতিক খেলাধুলা বিনোদন ধর্মীয় সহ অন্যান্য বৃহৎ জামায়াতের ক্ষেত্রে থাকছে নিষেধাজ্ঞা।