অক্টোবর মাসেই জারি হচ্ছে আনলক ৫, ছাড়ের ঘোষণা করলো কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন : আনলক ৪-এর মেয়াদ ৩০ সেপ্টেম্বর রাত্রি ১২টা পর্যন্ত। যার পরেই জারি হবে আনলক ৫। আর এই আনলক ৫ পর্যায়ে কেন্দ্র সরকারের তরফ থেকে কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হবে তা নিয়ে তাকিয়ে রয়েছেন দেশের কোটি কোটি মানুষ। অবশেষে আনলক ৪-এর মেয়াদ উত্তীর্ণ হওয়ার একেবারে শেষ লগ্নে কেন্দ্র সরকারের তরফ থেকে আনলক ৫-এর নির্দেশিকা প্রকাশ করা হলো।

নতুন এই নির্দেশিকা অনুযায়ী কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে আগামী ১৫ই অক্টোবর থেকে দেশের বিনোদন ক্ষেত্র সিনেমা হল খোলা যাবে। তবে সিনেমা হল খোলার ক্ষেত্রে কেন্দ্র সরকারের তরফ থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে ৫০% দর্শক নিয়ে সিনেমা হল কর্তৃপক্ষ তাদের সিনেমা হলগুলি খুলতে পারবেন। সিনেমা হলের পাশাপাশি থিয়েটার, মাল্টি কমপ্লেক্স একই পদ্ধতিতে খোলার অনুমোদন দিল কেন্দ্র সরকার।

এর পাশাপাশি স্পোর্টসম্যানদের জন্য সুইমিংপুল ব্যবহার করার অনুমোদন দেওয়া হয়েছে সমস্ত রকম জরুরি শর্তাবলী মেনে। তবে তা ১৫ই অক্টোবরের থেকে।

জরুরী শর্তাবলী মেনে বিনোদন পার্ক এবং বিনোদন সম্পর্কিত অন্যান্য ক্ষেত্রগুলি খোলার অনুমোদন দেওয়া হয়েছে। তবে সবই অক্টোবর মাসের ১৫ তারিখ থেকে।

অন্যদিকে স্কুল এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলির খোলার ক্ষেত্রে ১৫ অক্টোবর থেকে খোলা যায় কিনা তা নিয়ে অভিভাবকদের সম্মতিক্রমে রাজ্যগুলি সিদ্ধান্ত নিতে পারে বলে জানানো হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে।

মোটের উপর বুধবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে তা থেকে স্পষ্ট এটাই যে আনলক ৪ পর্যায়ে যে সকল বিধিনিষেধ জারি করা হয়েছিল তা ১৫ই অক্টোবর পর্যন্ত লাগু থাকবে। ১৫ই অক্টোবর থেকে আনলক ৫ পর্যায়ের ছাড়পত্র মিলবে নাগরিকদের।