আগ বাড়িয়েই বিপদ, পাথর ছুঁড়েও রক্ষা হয়নি লাল ফৌজের, প্রকাশ্যে গালওয়ানের ভিডিও

নিজস্ব প্রতিবেদন : প্রকৃত নিয়ন্ত্রণরেখা নিয়ে ভারতের সাথে চীনের দ্বন্দ্ব নতুন নয়। আসলে চীনের আগ্রাসী মনোভাব এই দ্বন্দ্বের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে সম্প্রতি গত সপ্তাহে দুই দেশ প্রকৃত নিয়ন্ত্রণরেখায় শান্তি বজায় রাখা নিয়ে বৈঠকে বসে। যে বৈঠকে দুই দেশই সদর্থক ভূমিকা পালনে সচেষ্ট হয়।

সোমবার ভারত এবং চীন দুই দেশের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, পূর্ব লাদাখে শান্তি বজায় রাখতে প্রস্তুত দুই দেশই। তবে এই বিবৃতি প্রকাশের পাশাপাশি ওই দিনই চীনের এক ফ্রীলান্স গতবছর লাদাখে ঘটে যাওয়া ভারত ও চীনের সংঘর্ষের একটি গবেষণামূলক ভিডিও প্রকাশ করা হয়েছে।

যিনি এই ভিডিওটি প্রকাশ করেছেন তিনি দাবি করেছেন, গালওয়ানে লাল ফৌজের শহীদ পরিবারের সদস্যদের সাথে এই ভিডিও ডকুমেন্টারি ভিডিও ফাইল হিসাবে সামনে আনা হয়েছে। এতে গালওয়ান উপত্যকা ভারত এবং চীনের সংঘর্ষের ৪৮ সেকেন্ডের ডকুমেন্ট ভিডিও রয়েছে।

এই ভিডিওটি সামনে আসার পর থেকেই লক্ষ্য করা যাচ্ছে, আগ বাড়িয়ে চিনা ফৌজ ভারতীয় সেনাদের উপর আক্রমণ চালালেও, উঁচু পাহাড় থেকে পাথর বৃষ্টি করলেও রক্ষা হয়নি। ভিডিওর একটি অংশে দেখা যাচ্ছে, খরস্রোতা গালওয়ান নদীতে ভেসে যাচ্ছেন লাল ফৌজের বেশ কিছু সেনা। যদিও এই ভিডিও ফুটেজ দেখে এই ঘটনায় হতাহতের সংখ্যা আন্দাজ করা কঠিন।

গতবছর গালওয়ানে ভারত এবং চীন সেনাদের এই সংঘর্ষের ঘটনা এখনো দগদগে হয়ে আছে দেশের মানুষদের সামনে। এই সংঘর্ষের ঘটনায় দেশের ২০ জন সেনা জওয়ান শহীদ হওয়ার পাশাপাশি পশ্চিমবঙ্গের দুজন সেনা জওয়ান শহীদ হন। যাদের মধ্যে একজন হলেন বীরভূমের মহঃবাজার এলাকার বেলগড়িয়া গ্রামের ২৬ বছর বয়সী রাজেশ ওরাং এবং দ্বিতীয় জন হলেন আলিপুরদুয়ারের বিপুল রায়।