যুদ্ধ চলছে ইউক্রেন রাশিয়ার, আদেশ দিলেন উত্তরপ্রদেশের সন্ন্যাসী, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদন : গত সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। এই যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেনের মত সুন্দর দেশ পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। বিশ্বজুড়ে এই যুদ্ধ থামিয়ে মানবতার বার্তা দেওয়ার কথা বলা হচ্ছে। তবে এরই মাঝে উত্তরপ্রদেশের এক সন্ন্যাসী দুই দেশকে যুদ্ধ থামানোর জন্য আদেশ দিলেন। তার আদেশ দেওয়ার ভঙ্গি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল।

উত্তরপ্রদেশের ওই সন্ন্যাসীর কূটনৈতিক উপদেশের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন গৌরব সিং সেঙ্গার নামের এক ব্যক্তি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে গত তিন তারিখ। ওই সন্ন্যাসীর আদেশ সোশ্যাল মিডিয়ার দর্শকদের নজর কেড়েছে। অন্যদিকে ওই সন্ন্যাসীর এমন আদেশ দেওয়ার পর শনিবার থেকেই সাময়িকভাবে যুদ্ধ বন্ধ রাখার ঘোষণা করেছে রাশিয়া।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, ওই সন্ন্যাসী যুদ্ধরত দুই দেশ রাশিয়া এবং ইউক্রেনকে তাদের দুই দেশের সম্পর্ক নিয়ে বার্তা দিয়েছেন। শুরুতেই ওই সন্ন্যাসী বলেছেন, ‘রুশ রুক যায়ে। ইউক্রেন ঝুক যায়ে।’ এর পরেই তিনি ইংরেজিতে শুরু করেন। সেখানে তাকে ইংরেজিতে বলতে শোনা যায়, ‘আই এম ইন্ডিয়ান ধর্মচারী। মাই নেম ইজ তপস্বী ছাওয়ানি পিঠাদিশ্বর জগৎ গুরু পরম হংস আচার্য।’

এর পরেই ওই সন্ন্যাসীকে রীতিমতো আদেশ দিতে দেখা যায়। তিনি ইংরেজিতেই সেই আদেশ দেন এবং বলেন, ‘দিস ইজ মাই অর্ডার স্টপ ওয়ার। রুশ এন্ড ইউক্রেন। রুশ মহান হে ইসলিয়ে যুদ্ধ রোকে। ইউক্রেন নে গলটি কিয়া হে, ইসলিয়ে সমা মাঙ্গে। ইসমে সবকা ভলাই হে। তভি মহাভিনাশ হোনে সে রুক সকতা হে।’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে এই সন্ন্যাসী যেভাবে নিজের তর্জনী দেখিয়ে সতর্ক করেছেন তা দেখে রীতিমতো স্তম্ভিত সোশ্যাল মিডিয়ার দর্শকরা। পাশাপাশি দর্শকদের অনেকেই মন্তব্য করেছেন, আর যা হোক এই সন্ন্যাসী বিশ্বের খবরা খবর নিয়ে বেশ সতর্ক এবং বিশ্ব নিয়ে বেশ সজাগ।