Kulfi Javed: সবকিছু ফেল! সামনে এলো উরফি জাভেদের পুরুষ ভার্সন! ভিডিও না দেখলে মিস

Like Urfi Javed, Kulfi Javed has become viral in the net world: সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে যারা নজর রাখেন এমনকি বিনোদনের দুনিয়ার দিকে যারা বেশি আকৃষ্ট হয়, তাঁরা অবশ্যই উরফি জাভেদের নামটা শুনে থাকবেন। তাঁর অদ্ভুতরকম পোশাক সহজেই নেটিজ়েনদের চোখ কপালে তুলে দেয়। এই অবস্থায় সোশ্যাল মিডিয়াতে এবার এক পুরুষ উরফি জাভেদের সন্ধান মিলল। তার অদ্ভুত পোশাক দেখার পরে আপনিও বলতে বাধ্য হবেন ইনি হলেন পুরুষ উরফি জাভেদ। উরফির মত নেট দুনিয়াতে ইনিও ভাইরাল। নেট জনতা তার নাম দিয়েছে কুলফি জাবেদ, (Kulfi Javed)।

আপনি কখনো এই ব্যক্তিকে দেখবেন খবরের কাগজ পরে থাকতে, আবার কখনও আবার সারা শরীরে ফুল পরে থাকতে। কখনও তিনি শুকনো লঙ্কা পরেও স্টাইল স্টেটমেন্টের সঙ্গে বিশ্ববাসীর পরিচয় করিয়েছেন। এবার সেই অদ্ভুত পোশাকের ব্যক্তিকেই দেখা গেল, কুলফি পরে ফ্যাশন করতে। আর সেই বিরল সাজ দেখার পরেই নেটিজ়েনরা তাঁকে উরফি জাভেদের মত ‘কুলফি জাভেদ’ (Kulfi Javed) বলে ডাকতে শুরু করেছেন।

ভাইরাল হওয়ার জন্য মানুষ অনেক কিছুই করে। এই ব্যক্তি তাঁর এইসব উদ্ভট সাজপোশাকের ভিডিয়োগুলি মূলত তাঁর ইনস্টাগ্রাম পেজ থেকে শেয়ার করেন। সেই পেজের নাম হলো টিকটকার থারুন। সম্প্রতি তার শেয়ার করা ভিডিয়োতে তাঁকে কুলফির পোশাক পরে থাকতে দেখা গিয়েছে। তাঁর বক্ষদেশেও রয়েছে দুটি কুলফি, তিনি নিজে কুলফি খাচ্ছেনও। উরফি জাবেদ এর মত এই কুলফি জাবেদও (Kulfi Javed) ইন্টারনেটে ব্যাপক আলোচিত হয়েছেন।

ভিডিয়োর ক্যাপশনে তিনি শুধু আইসক্রিম লিখেই ছেড়ে দিয়েছেন। বহু মানুষ তার এই ভিডিয়ো দেখেছেন। ভিডিয়োটিতে ১৫০০০ এরও বেশি লাইক পড়েছে। এমনকি কমেন্টের ঝড় বয়ে গেছে। এর আগেও যখন তিনি গাঁদা ফুল পরে রিলস তৈরি করেছিলেন, সেই বিকট সাজও বেশ নজর কেড়েছিল নেটিজ়েনদের। তবে এবার যেন সবকিছু ছাপিয়ে গেল তার কুলফির এই সাজ।

এমনকি ভিডিয়োর কমেন্ট সেকশনে একজন লিখেছেন, সত্যি এমন পোশাক পরতে হলে সাহস থাকা দরকার। ওনাকে কুর্নিশ জানাতে হয়। আবার একজন আরো বলেছেন, উরফি জাভেদকে তিনি চেনেন না। তবে একে দেখতে সত্যি মালাইকা অরোরার মতো লাগছে।