বাংলা গানে তুমুল নাচ মার্কিন ব্যক্তির, মুহূর্তে ভাইরাল ভিডিও

নিজস্ব প্রতিবেদন : বাংলা গানও এখন দুনিয়া কাঁপাচ্ছে। এর আগে বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গান দেশের গণ্ডি ছাড়িয়ে দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছিল। সেই গানে বিভিন্ন দেশের মানুষকে নেচে-গেয়ে রিল ভিডিও তৈরি করতে লক্ষ্য করা গিয়েছে।

একইরকমভাবে বাংলা গান ‘কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া’-র তালে বিভিন্ন সময় নানান রিল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে লক্ষ্য করা যাচ্ছে। এবার এই গানের ভিডিও তৈরি করতে লক্ষ্য করা গেলেও মার্কিন এক ব্যক্তিকে। এই ব্যক্তি আগে কাঁচা বাদাম গানে নেচে রিল ভিডিও আপলোড করেছিলেন।

বাংলা এই গানে এইভাবে নেচে রিল ভিডিও তৈরি করা মার্কিন যুক্তরাষ্ট্রের এই ব্যক্তির নাম রিকি পণ্ড। তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। বিভিন্ন সময়ে তাকে নানান ভিডিও আপলোড করতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। মূলত তিনি যে সকল ভিডিওগুলি আপলোড করেন সেগুলি তার নাচের ভিডিও। সেই রকমই সম্প্রতি তিনি বাংলা এই গানের নেচে ভিডিও আপলোড করেছেন।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর তা রীতিমত ভাইরাল হয়েছে। এই বিষয়ে মার্কিন ওই ব্যক্তি জানিয়েছেন, এই গানটি সত্যিই খুব ভালো। অনেকেই অনুরোধ করেছিলেন এই গানে নাচার জন্য। সেই সকল অনুরোধের পরিপ্রেক্ষিতে তিনি এই গানে নাচ করেছেন বলে জানিয়েছেন।

ভিডিওটি আপলোড করার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ৬২ হাজারের বেশি মানুষ এই ভিডিওটি দেখেন। ভিডিওটি দেখার পাশাপাশি দর্শকরা মার্কিন ওই ব্যক্তির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। এমনিতেই মার্কিন যুক্তরাষ্ট্রের এই ব্যক্তির ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রচুর ফলোয়ার্স রয়েছে। মূলত এই সকল ফলোয়ার্স তৈরি হয়েছে তার বিভিন্ন সময়ের ভিডিওর প্রতি আকর্ষণের পরিপ্রেক্ষিতে।