নিজস্ব প্রতিবেদন : করোনার পর ধীরে ধীরে খুলে যাচ্ছে প্রায় সমস্ত রকম খেলা ও প্রতিযোগিতার দরজা। সেইমতো পুনরায় স্বাভাবিক হওয়ার পথে বিশ্বের নামিদামি ক্রিকেট প্রতিযোগিতাগুলি। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট খেলার যেমন আয়োজন করা হচ্ছে ঠিক তেমনি পাল্লা দিয়ে আয়োজিত হচ্ছে দেশীয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলি। বর্তমানে অস্ট্রেলিয়ায় চলছে ‘বিগ ব্যাশ’ প্রতিযোগিতা।
আর এই ‘বিগ ব্যাশ’ প্রতিযোগিতা চলাকালীনই এক অজি ক্রিকেট তারকা মাঠের মধ্যে আজব কাণ্ড ঘটালেন, যা বর্তমানে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অজি ক্রিকেটার উসমান খোয়াজাকে খেলা চলাকালীন মাঠের মধ্যেই প্যান্ট খুলে অ্যাবডোমেন গার্ড পাল্টাতে দেখা গেল।
সিডনি থান্ডার্স বনাম ব্রিসবেন হিটের খেলায় মাঠে ব্যাট করছিলেন উসমান খোয়াজা। কিন্তু ব্যাট করার সময় তার অ্যাবডোমেন গার্ড নিয়ে কিছু সমস্যা হয়। সচরাচর এমন পরিস্থিতি হলে খেলোয়াড়রা ড্রেসিংরুমে গিয়ে তা পরিবর্তন করে পুনরায় মাঠে আসেন। কিন্তু এই অজি ক্রিকেট তারকাকে ড্রেসিংরুমে না দিয়ে মাঠের মধ্যেই জুতো, প্যাড, গ্লাভস, প্যান্ট খুলে তা পরিবর্তন করতে দেখা যায়। আর এই দৃশ্য দেখে অবাক হয়েছেন ধারাভাষ্যকারেরাও।
Have … have you ever seen this before ?
Usman Khawaja had to change everything – on the field! ?#BBL10 pic.twitter.com/XOKsXkhLVS
— 7Cricket (@7Cricket) January 31, 2021
https://twitter.com/SportsCuppa/status/1355827633133506564?s=19
https://t.co/4cNe8Cpu6X pic.twitter.com/I1V6a5WEdY
— Ansh (@itzzak6) January 31, 2021
আর সেই ঘটনার ভিডিও ‘7Cricket’ নামের অস্ট্রেলিয়ান চ্যানেলের তরফ থেকে পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। যার পরেই নেটিজেনরা এই ঘটনা দেখে অবাক হওয়ার পাশাপাশি অনেকেই মজায় মেতেছেন, অনেকে আবার প্রশ্ন তুলেছেন।