বাদাম কাকুর কাঁচা বাদাম গেয়েই জমজমাট ব্যবসা করছেন উত্তরপ্রদেশের বাদাম বিক্রেতারা

নিজস্ব প্রতিবেদন : ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম’, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই গানটি দাপিয়ে বেরিয়েছে বিশ্ব। বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকর এই গানের স্রষ্টা। গানটি যেমন বিশ্বের বহু মানুষকে গাইতে শোনা গিয়েছে ঠিক সেই রকমই এই গান জীবন বদলে দিয়েছে বাদাম কাকুর। আর এখন এই গান গেয়েই জমজমাট ব্যবসা করছেন উত্তরপ্রদেশের বাদাম বিক্রেতারা।

উত্তর প্রদেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিবছর শীতের মরশুমে তিন থেকে চার মাস পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বাদাম বিক্রি করতে আসেন বেশ কয়েকজন বিক্রেতা। তাদের মধ্যেই কয়েকজনকে দেখা গেল বীরভূমের বিভিন্ন জায়গায় পসরা সাজিয়ে বাদাম বিক্রি করতে। এই সকল ব্যবসায়ীদের মধ্যেই সিউড়ির চাঁদমারি মাঠের কাছে সিউড়ি বোলপুর রাস্তায় আজম খান ‘কাঁচা বাদাম ভাজা বাদাম গান’ গেয়ে বাদাম বিক্রি করছেন।

আজম খান জানিয়েছেন, তারা বীরভূমের সিউড়ি শহরে প্রতিবছর বাদাম নিয়ে আসেন বিক্রি করার জন্য। রাজস্থান থেকে কাঁচা বাদাম আনার পর এখানে তা ভেজে বিক্রি করা হয়। তারা ২০ টাকায় ১০০ গ্রাম ভাজা বাদাম বিক্রি করেন। তবে যদি কেউ বেশি অর্থাৎ কিলো হিসাবে বাদাম নেন তাহলে তাদের তারা ১৮০ থেকে ১৯০ টাকা দরে দেন।

সিউড়ি শহরে বাদাম বিক্রি করে তারা প্রতি দিন ৫০০ টাকা থেকে ৬০০ টাকা রোজগার করে থাকেন। যদিও এই বছর তাদের ব্যবসা কিছুটা ঢিলেঢালা চলছে বলে তারা জানিয়েছেন। তবে আশা করছেন দিন কয়েকের মধ্যে তাদের ব্যবসা রমরমিয়ে চলতে শুরু করবে।

আজম খান জানিয়েছেন, বীরভূমের ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গান সব জায়গায় চলছে। এই গান এখন আলাদাভাবে নজর কেড়েছে সবার। তাই তারা যখন বীরভূমে বাদাম বিক্রি করতে এসেছেন তখন ‘কাঁচা বাদাম ভাজা বাদাম’ গান গেয়ে বাদাম বিক্রি করবেন না তা কি হয়!