সিট ছেড়ে ওঠার দরকার নেই, বন্দে ভারতে নোংরা সংগ্রহতে বিমানের মত প্রোটোকল

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল (Indian Railways) এবং ভারতীয় নাগরিকদের কাছে স্বপ্নের একটি ট্রেন হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। ইতিমধ্যেই এই ট্রেনটি আটটি রুটে চলাচল শুরু করেছে। খুব তাড়াতাড়ি নবম রুটে চলাচল শুরু করবে নতুন একটি ট্রেন।

প্রিমিয়াম পরিষেবা দেওয়ার ক্ষেত্রে ভারতে এখন যে সকল ট্রেন রয়েছে তাদের মধ্যে তালিকায় প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনটি যাত্রীদের যেমন বিলাসবহুল ভাবে গন্তব্যে পৌঁছে দিতে সক্ষম সেইরকমই ট্রেনটি পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়েও আলাদা নজর কেড়েছে।

পরিষ্কার-পরিচ্ছন্নতার দিক দিয়ে রেলের তরফ থেকে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হলেও সম্প্রতি দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয় আর সেই ছবিতে দেখা যায় যাত্রীদের ফেলে যাওয়া প্লাস্টিক বর্জ্যতে ভরে গিয়েছে ট্রেন। এই ঘটনার পরই নড়েচড়ে বসতে দেখা গেল ভারতীয় রেলকে।

ভারতীয় রেলের তরফ থেকে এমন এক ব্যবস্থা গ্রহণ করা হলো যাতে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের বর্জ্য ফেলার জন্য সিট ছেড়ে উঠতে হবে না অথবা সিটের নিচে বর্জ্য ফেলতে হবে না। বিমানের ক্ষেত্রে যে ধরনের প্রটোকল মেনে সাফাইয়ের কাজ করা হবে। এই পদক্ষেপ ট্রেনের মধ্যে নোংরা একেবারেই রুখে দেবে বলে মনে করা হচ্ছে।

নতুন পদক্ষেপ অনুযায়ী রেলের একজন সাফাই কর্মী একটি ব্যাগ নিয়ে ট্রেনের কোচে ঘুরবেন। ট্রেনে সফর করা যাত্রীদের ওই রেল কর্মীর হাতে থাকা ব্যাগে তাদের আবর্জনা ফেলতে হবে। ট্রেনের মেঝেতে যদি কোন রকম আবর্জনা পড়ে থাকে তাহলেও তা সঙ্গে সঙ্গে কুড়িয়ে ওই ব্যাগের মধ্যে ভরে নেওয়া হবে।