বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু, দেশীয় প্রযুক্তির এই ট্রেনের সুবিধা জানলে গর্ব বোধ করবেন

নিজস্ব প্রতিবেদন : একেবারে দেশীয় প্রযুক্তিতে বানানো হয়েছে এই ট্রেন। ভারতে প্রথম ইঞ্জিনবিহীন সেমি হাইস্পিড ট্রেন হলো বন্দে ভারত এক্সপ্রেস। দীর্ঘ সময় ধরে ভারতীয়রা অপেক্ষায় ছিল দেশীয় প্রযুক্তির এই ট্রেনের উদ্বোধনের দিকে তাকিয়ে।

আজ বৃহস্পতিবার এই ট্রেনের উদ্বোধন হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে। নতুন দিল্লি স্টেশন থেকে এই ট্রেনের সূচনা হয়। দিল্লি থেকে বারানসি রুটে ছুটবে এই ট্রেন, ট্রেনের গতিবেগ ১৬০ কিলোমিটার প্রতি ঘন্টা।

রায়বরেলির মডার্ন কোচ ফ্যাক্টরিতে মাত্র দেড় বছরে তৈরি হয়েছে এই অত্যাধুনিক ট্রেন। ট্রেনটি বানাতে রেলের খরচ হয়েছে ৯৭ কোটি টাকা। আগামী ২০২০ সালের মধ্যে দেশজুড়ে ১৫ টি বন্দে ভারত ট্রেন এবং ২০২১ সালের মধ্যে দেশজুড়ে আরও ২৫ টি এই ট্রেন চালু করার লক্ষ্যমাত্রা নিয়েছে রেল মন্ত্রক।

দেশীয় প্রযুক্তির এই ট্রেনে যেসকল সুবিধা রয়েছে যা বিদেশি প্রযুক্তিকে হার মানায়। ট্রেনে রয়েছে –

  • অটোমেটিক ডোর।
  • স্লাইডিং ফুটস্টেপ।
  • বড় প্যান্ট্রি।
  • মডিউলার বায়ো টয়েলেট।
  • পুরোপুরি সিল করা গ্যাঙ্গওয়েস।
  • ইউরোপীয় স্টাইলের বসার জায়গা।
  • অন-বোর্ড ইনফোটেনমেন্ট স্ক্রিন।
  • এয়ারক্রাফ্টের মতো LED লাইটিং।