আরও সুরক্ষিত বন্দে ভারত এক্সপ্রেস রুট, আর ভাঙবে না নাক, ঢিল নিয়েও পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের কাছে বন্দে ভারত (Vande Bharat Express) এক্সপ্রেস হল স্বপ্ন। শুধু ভারতীয় নাগরিক নয়, ভারতীয় রেল এমন ট্রেন ভারতের মাটিতে চলাচলের ব্যবস্থা করলেও তাদের কাছেও তা স্বপ্নের। আগামী দিনে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন নিয়ে আরও বড় স্বপ্ন দেখা হচ্ছে ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে। যে কারণে প্রতিনিয়ত নতুন নতুন রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করার পরিকল্পনা গ্রহণ করছে ভারতীয় রেল।

তবে এই সকল স্বপ্নপূরণের মাঝে হঠাৎ দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায় একের পর এক দুর্ঘটনা। উদ্বোধন হওয়ার পর থেকেই এইরকম একাধিক দুর্ঘটনার সাক্ষী থাকতে হয় বন্দে ভারত এক্সপ্রেসকে। কখনো গরুর ধাক্কায় নাক ভাঙ্গতে হয়, কখনো আবার ষাঁড়ের। এবার এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে যাতে আর বন্দে ভারতের নাক না ভাঙ্গে এবং যাত্রীদের যাতায়াত যাতে আরও সুরক্ষিত হয় তার জন্য নতুন ব্যবস্থা গ্রহণ করার কাজ শুরু হয়ে গেল।

গরু অথবা ষাঁড়ের সঙ্গে ধাক্কা লেগেই যে কেবলমাত্র ট্রেনের ক্ষতি হয়েছে এমন নয়। এছাড়াও দেখা গিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনকে লক্ষ্য করে ঢিল ছোঁড়ার মত ঘটনা ঘটছে। এই সকল ঘটনা যাতে না ঘটে তার জন্য ভারতীয় রেল এবার বন্দে ভারত এক্সপ্রেস যে সকল রুটে ছুটবে সেখানে ফেন্সিং করার ব্যবস্থা শুরু করে দিল। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

রেলমন্ত্রীর তরফ থেকে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, কোন একটি লাইনের উপর দিয়ে দ্রুতগতিতে ছুটে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস। সেই লাইনে যাতে কোনভাবেই গবাদি পশুরা আসতে না পারে তার জন্য লাইনের পাশে দেওয়া হয়েছে বেরা। রেলমন্ত্রী এই ভিডিও শেয়ার করার পাশাপাশি লিখেছেন, ‘ফ্রেন্সিং অন বন্দে ভারত রুট চালু হল’।

গত বছর অক্টোবর মাসে মুম্বাই গান্ধীনগর বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার পর একাধিকবার গবাদি পশুদের সঙ্গে ট্রেনটির ধাক্কা লাগার ঘটনা ঘটে। সেই সকল ঘটনায় ট্রেনের ক্ষতি হওয়ার পাশাপাশি বেশ কিছুক্ষণ করে ট্রেনটিকে দাঁড়িয়ে থাকতে হয়। এই ধরনের পরিস্থিতি যাতে না ঘটে তার জন্য এমন ব্যবস্থা গ্রহণ করার কাজ শুরু হয়েছে।

অন্যদিকে পশ্চিমবঙ্গে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত বন্দে ভারত চালু হওয়ার পর একাধিক জায়গায় ট্রেনটিকে লক্ষ্য করে ঢিল ছোড়ার মত ঘটনা ঘটেছে। প্রতিটি ক্ষেত্রেই ট্রেনের ক্ষতি হয়েছে এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। ফ্রেন্সিং করার কাজ সম্পূর্ণ হলে এই ধরনের ঘটনা অনেকটাই রুখে দেওয়া যাবে বলে মনে করা হচ্ছে।