গাড়ির লম্বা লাইন অথচ কেউ থেমে নেই, এমন ট্র্যাফিক জ্যাম চোখ জুড়িয়ে দেবে

নিজস্ব প্রতিবেদন : ভারতের বিপুল জনসংখ্যার দেশে যানবাহনের সংখ্যাও কম নয়। বিপুল পরিমাণ যানবাহনের ফলে যানজট সমস্যাও ভারতে নতুন কিছু নয়। প্রতিনিয়ত ভারতের প্রতিটি শহরেই যানজটে আটকে থাকতে দেখা যায় হাজার হাজার গাড়িকে। তবে এসবের মধ্যেই এমন একটি যানজটের দৃশ্য সম্প্রীতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখলে চোখ জুড়িয়ে যাবে।

বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় ভারতে যানজটের সমস্যা কিছুটা হলেও বেশি বলে দাবি করা হয়। যানজটের এমন সমস্যার কারণ হিসাবে অনেকেই যানবাহন চালকদের দোষারোপ করে থাকেন। কারণ বহু চালককেই দেখা যায় ধৈর্য হারিয়ে এদিক-ওদিক ফাঁকা জায়গা দেখলেই গাড়ি ঢুকিয়ে দেন এবং তাতে সমস্যা আরও বেড়ে যায়। এছাড়াও রয়েছে অযথা হর্ন বাজিয়ে কানে তালা লাগানোর মত ঘটনা।

তবে এসবের বাইরেও এমন কোন জায়গা রয়েছে যেখানে সুন্দরভাবে ট্রাফিক নিয়ম পালন করতে দেখা যায় স্থানীয় মানুষদের। তাদের সুন্দরভাবে ট্রাফিক নিয়ম পালন করার একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং সেই ভাইরাল হওয়া ভিডিও দেখে শুরু হয়েছে আলোচনা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, একটি রাস্তায় গাড়ির তিনটি সারি রয়েছে। দুটি সারি দিয়ে যাচ্ছে চারচাকা যানবাহন আর একটি সারি দিয়ে যাচ্ছে দুই চাকার যানবাহন। মাঝে অনেক ফাঁকা জায়গা রয়েছে। তবে উল্লেখযোগ্য বিষয় হল কোন গাড়িকে ওই ফাঁকা জায়গা দেখে সেখানে ঢুকতে দেখা যাচ্ছে না। সারিবদ্ধভাবে প্রতিটি গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলেছে। গাড়ির লম্বা লাইন থাকলেও দেখা যাচ্ছে কোন গাড়ি থেমে নেই। ট্র্যাফিক জ্যামের এমন দৃশ্য চোখ জুড়িয়ে দিতে পারে আপনাকেও।

সুন্দর এই ট্র্যাফিক জ্যামের ভিডিওটি মিজোরামের আইজলের। ভারতেরই বিভিন্ন শহরে যেখানে ট্রাফিক নিয়ম সেই ভাবে মানতে দেখা যায় না বিভিন্ন চালকদের সেই জায়গায় সেই ভারতেরই এমন একটি রাজ্যের এই শহরটি ট্রাফিক নিয়ম পালনের জ্বলন্ত উদাহরণ হিসাবে জায়গা করে নিয়েছে। এই ট্রাফিক দৃশ্য এখন বিশ্বের সামনে উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।