Data Rollover, দিনের অব্যবহৃত ডেটা পরে খরচ সুযোগ পাবেন VI গ্রাহকরা

নিজস্ব প্রতিবেদন : Vodafone এবং Idea একত্রিত হয়ে VI নামে আত্মপ্রকাশের সাথে সাথেই গ্রাহকদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। আর সেই ঘোষণা অনুযায়ী এবার এই সংস্থা তাদের গ্রাহকদের জন্য একাধিক নতুন নতুন সুযোগ নিয়ে আসছে। এবার তারা নিয়ে এলো ডেটা রোলওভার (Data Rollover)। অর্থাৎ এর মাধ্যমে এবার গ্রাহকরা সারাদিনের অব্যবহৃত ডেটা পরে খরচ করার সুযোগ পাবেন।

আনলিমিটেড কল এবং ডেটা রিচার্জ প্ল্যান আসার পর দেখা গিয়েছে বহু গ্রাহকদেরই সারাদিনের ডেটা কোটা শেষ হয় না। সেক্ষেত্রে তাদের অব্যবহৃত ডেটা নষ্ট হয়ে যায়। কিন্তু এবার থেকে VI গ্রাহকরা সেই ডেটা সপ্তাহান্তে ছুটির দিনে ব্যবহার করতে পারবেন বলে জানানো হয়েছে সংস্থার তরফ থেকে। সংস্থার তরফ থেকে এই নতুন অফারের নাম দিয়ে হয়েছে ‘Weekend Data Rollover’।

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এই অফারটি একটি প্রমোশনাল অফার। যে সমস্ত গ্রাহকরা ২৪৯ টাকা অথবা তার বেশি দামের রিচার্জ প্ল্যান ব্যবহার করে থাকেন তারা এই সুবিধা উপভোগ করতে পারবেন।

এই অফার কতদিন চলবে তার সম্পর্কে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, অফারটি ১৯ অক্টোবর ২০২০ থেকে চালু হয়েছে এবং এই অফারটি চলবে ২০২১ সালের ১৭ই জানুয়ারি পর্যন্ত।

কিভাবে কাজ করবে এই ‘Weekend Data Rollover’ অফার

যে সমস্ত গ্রাহকদের প্রতিদিন ১.৫ জিবি ডেটা প্ল্যান রয়েছে তারা সোম থেকে শুক্রবার পর্যন্ত যদি সম্পূর্ণ ডেটা ব্যবহার করতে না পারেন তাহলে তা যোগ হয়ে যাবে শনিবার এবং রবিবারের দৈনিক ডেটার সাথে। অর্থাৎ শনিবার এবং রবিবারের ১.৫ জিবি ডেটার সাথে সপ্তাহের অন্য পাঁচ দিনের অব্যবহৃত ডেটা যোগ হয়ে যাবে। যা সপ্তাহের শেষ এই দুই দিনে ব্যবহার করা যাবে।