নেটওয়ার্ক ছাড়াই হবে কথা, Vodafone নিয়ে এলো নয়া পরিষেবা

নিজস্ব প্রতিবেদন : অক্টোবর মাসে Vodafone এবং Idea যৌথভাবে নিজেদের সংস্থা Vi ঘোষণার পর জানিয়েছিল গ্রাহকদের সামনে ধীরে ধীরে তুলে ধরা হবে উন্নত পরিষেবা। তারই পরিপ্রেক্ষিতে এবার Vodafone (Vi) নিয়ে এলো নয়া এক পরিষেবা। যে পরিষেবায় মোবাইল নেটওয়ার্ক না থাকলেও কথা বলা যাবে। Vi এর এই নতুন পরিষেবা হলো Wi-Fi কলিং।

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে আপাতত সীমিত কিছু এলাকায় এই পরিষেবা চালু করা হয়েছে। আর এই সকল এলাকাগুলির মধ্যে রয়েছে কলকাতা, মহারাষ্ট্র ও গোয়ার টেলিকম সার্কেলগুলি। আগামী দিনে এই পরিষেবা দেশের সর্বত্র পৌঁছে দেওয়া হবে বলে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে।

ভারতের প্রথম Wi-Fi কলিং পরিষেবা আনার কথা ছিল ভোডাফোনেরই। কিন্তু দুর্ভাগ্যবশত নেটওয়ার্ক এবং অন্যান্য কিছু সমস্যার কারণে প্রথম এই পরিষেবা আনে Airtel। Airtel ২০১৯ সালের ডিসেম্বর মাসে এই পরিষেবা ভারতে চালু করে দেয়। পরে Jio তরফ থেকে ২০২০-র জানুয়ারি মাসে এই পরিষেবা চালু করা হয়।

Vi টেলিকম সংস্থার মুখপাত্র জানিয়েছেন, Vodafone Idea-র এই নতুন পরিষেবার মাধ্যমে গ্রাহকরা দুর্বল নেটওয়ার্ক অথবা নেটওয়ার্ক নেই এমন জায়গায় যেকোনো Wi-Fi ব্যবহার করে নির্বিঘ্নে কথা বলতে পারবেন। তবে এই পরিষেবা ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই গ্রাহকের নম্বরে নির্দিষ্ট রিচার্জ প্যাক থাকতে হবে এবং তার স্মার্টফোন এই Wi-Fi কলিং সাপোর্ট হতে হবে।

Wi-Fi কলিং পরিষেবা ব্যবহারের জন্য প্রয়োজনীয় বিষয়

১) Wi-Fi কলিং সাপোর্ট স্মার্টফোন হতে হবে। পাশাপাশি গ্রাহকের সিমকার্ড যেন অবশ্যই 4G হয়।

২) Wi-Fi কলিং-এর সুবিধা ওঠানোর জন্য অবশ্যই Wi-Fi কানেক্টিভিটি থাকতে হবে এবং Wi-Fi-এর ডেটা স্পিড যেন যথোপযুক্ত থাকে। তাছাড়া কল ড্রপ হওয়ার সম্ভাবনা রয়েছে।

৩) যে সমস্ত গ্রাহকদের স্মার্টফোনে এই Wi-Fi কলিংয়ের সুবিধা রয়েছে তাদের সেটিংসে গিয়ে Vo-WiFi অপশন চালু করে নিতে হবে।